New Bengali Movie: সবার উপরে মানুষ সত্য, কলকাতা শহরের রাস্তায় ফুটে উঠল সেই ছবি
- Written by:Manash Basak
- news18 bangla
- Published by:Debalina Datta
Last Updated:
New Bengali Movie: ছবিতে অভিনেতা রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায় দেখা গিয়েছে একজন ব্রাহ্মণ পুরোহিতের চরিত্রে। ফতেমা এক গরীব ঘরের মুসলমান বাড়ির মেয়ে।
কলকাতা: ধর্ম নাকি মনুষ্যত্ব কোনটা বড়? এই প্রশ্নের মুখে মুক্তি পেয়েছে পরিচালক আতিউল ইসলামের ছবি “ফতেমা”। মুক্তির পর বেশ সাফল্যে পেয়েছে এই বাংলা ছবি। আজ কলকাতা শহরে দেখা গেল সেই মিলনের এক অদ্ভুত ছবি। ধর্ম ভুলে হিন্দু, মুসলমান, খ্রিষ্টান, শিখ সমস্ত সম্প্রদায়ের মানুষরা এক র্যালির মাধ্যেমে সিনেমা দেখতে গেল।
এ যেন এক মহামিলনের ছবি। সবার উপরে মানুষ সত্য সেই ছবি ফুটে উঠল শহরে। দর্শকদের এক ভালবাসা পেয়ে আপ্লুত পরিচালক আতিউল ইসলাম। বলাই বাহুল্য সবার উপরে মানুষ সত্য সেটা আবার প্রমান হল এই র্যালির ছবি দেখে।
advertisement
ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, মুন সরকার, লাবণী সরকার, অনিন্দিতা সোম সহ আরও অনেকে। ছবি মুক্তি পরে বেশ জনপ্রিয়তা পেয়েছে এই ছবি। হিন্দু মুসলমানের এক বন্ধনের মিলনের গল্প বলেছে এই সিনেমা।
advertisement
আরও পড়ুন – Ajit Agarkar and Money: না পসন্দ ছিল সিলেক্টরের চাকরি, কোটি কোটির ফাঁদে আগরকরকেই রাজি করাল বোর্ড
ছবিতে অভিনেতা রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায় দেখা গিয়েছে একজন ব্রাহ্মণ পুরোহিতের চরিত্রে। ফতেমা এক গরীব ঘরের মুসলমান বাড়ির মেয়ে। বাবা রিক্সাচালক, মৃত্যুর পরে অসহায় হয়ে পরে। আশ্রয় নেয় গ্রামের বাম্ভ্রন পুরোহিত রাম দাদার বাড়িতে। একজন মুসলমান বাড়ির মেয়েকে হিন্দু বাম্ভ্রন পুরোহিতের বাড়িতে আশ্রয় এই সমাজ কি মেনে নেবে? নাকি তার পরিনতি হবে ভয়ানক? সেটাই নিয়ে এই সিনেমা।
advertisement
পরিচালক আতিউল ইসলাস জানান “এই সিনেমা একটি বন্ধনের গল্প বলেছে।সবার উপরে মানুষ সত্য সেটাই এই ছবির প্রধান কনটেন্ট। ধর্ম সবার উপরে হতে পারে না, মানুষের সম্মান আর ভালোবাসা সবার উপরে। ছবি মুক্তির পরে বেশ ভালো লাগছে, দর্শকদের ভালো লেগেছে ছবিটি। সিনেমাহলে হাউসফুল হচ্ছে, খুব ভালো লাগছে নিজেকে”।
অভিনেতা রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায় জানান “এই ধরণের বার্তামূলক সিনেমা এখন খুব প্রাসঙ্গিক। সমাজে এই ধরনের সিনেমা খুব দরকার। আমাকে রাম পুরোহিতেত চরিত্রে দেখা যাবে সিনেমাতে। সমাজকে একটি ভালো বার্তা দিতে আমাদের এই সিনেমা। ভাল লাগছে দর্শকদের ভাল লাগছে।’’
advertisement
Manash Basak
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 07, 2023 11:36 PM IST










