New Bengali Movie: ক্যামেরার সামনে নয় পিছনে, মানুষ ও হাতির সম্পর্কের গল্প বলবেন দেবদূত ঘোষ
- Published by:Debalina Datta
- news18 bangla
- Written by:Manash Basak
Last Updated:
New Bengali Movie: ২৩ শে জুন প্রেক্ষাগৃহে আসতে চলেছে দেবদূত ঘোষ পরিচালিত প্রথম ছবি ' আদর'। এই ছবি মূলত মানুষের সঙ্গে হাতির এক মানবিক আত্মিক সম্পর্কের হৃদয়স্পর্শী গল্প।
কলকাতা: অভিনেতা দেবদূত ঘোষ তৈরি করেছেন তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি ‘ আদর’। মঞ্চে এবং ছোট পর্দায় আগেও দেবদূত কে পরিচালনা করতে দেখা গেছে। তবে সিনেমা হিসেবে আদর দিয়ে তার হাতে খড়ি। ছবিটি বেশ কয়েক বছর হল তৈরি করেছেন তিনি তবে মাঝে করোনা অতিমারির কারণে মুক্তির আলো দেখেনি আদর। এবার ২৩ শে জুন বড় পর্দায় মুক্তি পেতে চলেছে দেবদূতের এই প্রথম প্রয়াস।
আদর’ এক হাতির গল্প ।গল্পটি ত্রিপুরার খারকাই নামে একটি ছোট গ্রামকে ঘিরে আবর্তিত হয়েছে। রবীন্দ্রযুগের বিখ্যাত লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত ‘আদরিনী’ শিরোনামের মূল গল্পের উপর ভিত্তি করে তৈরি। এ বছর (২০২৩) প্রভাতকুমার মুখোপাধ্যায় এর ১৫০ বৎসর পূর্তিতে এ আমাদের বিনম্র স্মরণ। গল্পটি শুরু হয় শ্রী জয়রাম মুখোপাধ্যায় নামে একজন গ্রামের আইনজীবীকে কেন্দ্র করে।
advertisement
আরও দেখুন
advertisement
জয়রাম একজন মাঝারি আয়ের ব্যক্তি, যিনি সেই এলাকার একটি বড় জমিদার পরিবারের অহঙ্কারের জবাবে একটি হাতি কিনেছিলেন। জয়রাম জমিদারের প্রয়াত পিতার আইনী উপদেষ্টা ছিলেন এবং তাঁকে অনেক আইন সংক্রান্ত সংকটময় পরিস্থিতি থেকে উদ্ধার করেছিলেন। সেই দাবিতে তিনি জমিদারকে অনুরোধ করেছিলেন তাঁর মেয়ের বিয়েতে যাতায়াতের জন্য একটি হাতির ব্যবস্থা করে দিতে। জয়রামের ধারণা ছিল যে জমিদার তার প্রয়াত পিতার সুহৃদের এমন বিনীত অনুরোধ প্রত্যাখ্যান করবেন না। তবে জমিদারের স্ত্রী জয়রামের অনুরোধ অভদ্রভাবে প্রত্যাখ্যান করেন। বৃদ্ধ লোকটি এই আচরণে এতটাই অপমানিত বোধ করেছিলেন যে তিনি তার পরিবারের ভবিষ্যতের জন্য সঞ্চয় করা সমস্ত অর্থ দিয়ে একটি হাতি কেনেন। অল্পবয়সী হাতিটি তার পরিবারের একটি অংশ হয়ে ওঠে এবং জয়রাম তার সঙ্গে নিজের মেয়ের মতো আচরণ করতে শুরু করে। নাম রাখেন ‘আদর’।
advertisement
জমিদার বাড়িতে একটি হাতিকে অনেক দায়িত্ব পালন করতে হয় – যেমন কর আদায় করা, জমিদার ও তার পরিবারকে মাঝে মাঝে বিনোদন দেওয়া, বিশেষ করে বড় অনুষ্ঠানে যেমন পুজোর সময় বিসর্জন সমাবেশে অংশ নেওয়া ইত্যাদি । এসব ই জমিদারের মর্যাদাকে মহিমান্বিত করে। জয়রামের ‘আদর’ কিন্তু গ্রামে ঘুরে বেড়াত কারণ তার কোন অতিরিক্ত কাজ ছিল না এবং স্থানীয় ছেলে মেয়েদের আমোদ দিত। তার বন্ধুত্বপূর্ণ স্বভাব তাকে গ্রামবাসীদের আকর্ষণের বিষয় করে তুলেছিল। এভাবেই পাঁচ বছর কেটে গেল। গ্রামের উকিল জয়রাম এখন অবসর নিয়েছেন।একমাত্র নাতনির বিয়ে দেওয়ার দায়িত্ব তাঁর উপর আসে। খুব ধনী পরিবার থেকে একটি ভাল বিয়ের প্রস্তাব আসে । কিন্তু তারা দশ হাজার টাকা যৌতুক চায়। জয়রাম সমস্যায় পড়েন কারণ বর্তমানে তার কাছে বিয়ের এত খরচ বহন করার মতো পর্যাপ্ত টাকা নেই অথচ তিনি তার নাতনির জন্য এমন বিয়ের প্রস্তাব উপেক্ষা করতে পারেননা । অর্থের ব্যবস্থা করার যথাসাধ্য চেষ্টা করেন, কিন্তু সবই বৃথা। তখন তার এক আত্মীয় সেই হাতিটিকে বিক্রি করার পরামর্শ দেন, কারণ তার পরিবার হাতিটিকে অকেজো মনে করে। এ পরামর্শ জয়রামের কাছে প্রায় বিনা মেঘে বজ্রপাতের মতো শোনায়। দুঃস্বপ্নেও সে তার পালিত কন্যাসম ‘আদর’ কে টাকার পরিবর্তে বিক্রি করার কথা ভাবতে পারেনা। কিন্তু ধীরে ধীরে পরিবারের চাপে পরিস্থিতি তাকে তার প্রিয় ‘আদর’ কে বিক্রি করতে বাধ্য করায়। কিন্তু এর ফলাফল হয় হৃদয় বিদারক। এই বিচ্ছেদ পিতা এবং তার পালিত কন্যা উভয়কেই অসুস্থ করে তোলে, এবং পরবর্তীকালে উভয়েই মারা যায়। এক নীরবতা নেবে আসে গোটা গ্রামে । সকলে স্তম্ভিত হয়ে যায় এক বাপ-মেয়ের এই ভালোবাসার কাহিনীতে – একটি মানুষ এবং এক জানোয়ারের এই স্নেহময় উপাখ্যানে।
advertisement
দেবদূতের কথায়,’ আদর’ একজন মানুষ এবং তার পোষা হাতির মধ্যে একটি সুন্দর সম্পর্কের গল্প। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের সমসাময়িক, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা ‘আদরিনী’ গল্পটির উপর ভিত্তি করে আমার নিবেদন – লেখকের ১৫০ তম জন্মবার্ষিকীতে এ আমাদের বিনম্র শ্রদ্ধা।
আমি এ গল্পের সুন্দর বর্ণনায় মুগ্ধ হয়েছিলাম – একজন মানুষ এবং একটি প্রাণীর মধ্যে চিরন্তন বন্ধনের এক অপূর্ব ব্যাখ্যা, পিতা-কন্যার মত একটি মিষ্টি বন্ধন, যা এক চিরকালীন সত্যকে প্রতিষ্ঠিত করে যে এ মহাবিশ্ব শুধুমাত্র মানুষের জন্য নয়। গল্পটি শেষ হয় বাবা এবং তার পালিত কন্যা,’ আদর’-এর অসুস্থতা দিয়ে এবং পরবর্তীকালে তারা উভয়েই এমন একটি পৃথিবীতে চিরকালের জন্য মিলিত হয় যেখানে প্রজাতির মধ্যে কোনও বৈষম্য নেই।
advertisement
আমি গল্পের আবেগে এতটাই অনুপ্রাণিত হয়েছিলাম যে আমি এমন একটি অভিনব বিষয় নিয়ে একটি চলচ্চিত্র তৈরি করতে চেয়েছি যার একটি সর্বজনীন আবেদন রয়েছে – “শুধু মানবজাতি নয়, সকল প্রকারের প্রতি সদয় হও.” ।
Manash Basak
Location :
Kolkata,West Bengal
First Published :
June 14, 2023 9:15 AM IST