'দুঃসময়ের গান'! বড়দিনে নয়া মাইলস্টোন, হাজার গান গেয়ে নজির গড়লেন স্বাগতালক্ষী

Last Updated:

প্রথম শুরু করেছিলেন তাঁর গান "ওহে দয়াময়" দিয়ে...

#কলকাতা: রবীন্দ্র সম্রাজ্ঞী শ্রীমতি স্বাগতা লক্ষী দাশগুপ্ত ইউটিউবের মাধ্যমে আমাদের প্রতিদিন সকালে এক একটা দারুণ উপহার দিয়ে চলেছেন । ''একলা গীতবিতানের'' মত এটাও একটা অনবদ্য প্রয়াস।
যখন প্রধানমন্ত্রী দেশে একটানা লকডাউন ঘোষণা করলেন তখন সকলে গৃহবন্দী হয়ে পড়েছিলেন। কিন্তু সঙ্গীত শিল্পী স্বাগতা গৃহবন্দি থেকেও নিজের অসুখকে উপেক্ষা করে প্রতিদিন রাত জেগে একটি করে গান রেকর্ডিং করে এবং সেই গানের সঙ্গে নিজের তোলা ছবি দিয়ে এডিট করে একটি ভিডিও বানিয়ে নিজস্ব ইউটিউব চ্যানেলে দিতে শুরু করেন।
advertisement
advertisement
তিনি এইটা প্রথম শুরু করেছিলেন তাঁর গান "ওহে দয়াময়" দিয়ে এবং প্রতিদিন নতুন নতুন গান ও ভিডিও দিতে শুরু করেন। কিন্তু এর জন্য ইউটিউব এর কাছ থেকে কোন মূল্য গ্রহণ করেননি তিনি । তিনি এই কাজটির ইংরেজিতে নাম দিয়েছেন '' Non - Stop Everyday '' আর বাংলায় নাম দিয়েছেন ''দুঃসময়ের গান'' ।
advertisement
স্বাগতা শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীতে আটকে থাকেননি তিনি নয়টি ভাষায় এখানে গান গেয়েছেন । সংস্কৃত, অহমিয়া, স্কটিশ ,উর্দু , ইংরেজি,  বাংলা, লোকসংগীত এছাড়াও সমস্ত মহাপুরুষদের এবং সঙ্গীত জগতের প্রবাদপ্রতিম শিল্পীরা যাঁরা আমাদের জীবনে আদর্শ তাঁদের জন্ম ও মৃত্যু দিনে তাঁদের উদ্দেশ্যে গান গেয়েছেন ।
advertisement
আজ তার ইউটিউবে সাবস্ক্রাইবারের  সংখ্যা প্রায় ৮,০০০ ছাপিয়ে গেছে । ''একলা গীতবিতান '' এর মত এটাও খুব একটা সহজ কাজ নয়। দেখতে দেখতে কাজটি ২৫শে ডিসেম্বরে ১,০০০ দিনে পা দিল এবং ১,০০০ টি গান সম্পূর্ণ হল ।  তাই ইউটিউব যতদিন থাকবে গানও থেকে যাবে। তিনি জানান, "গান ছবি হাজার দিন , আকাশ আলোয় বড়দিন ।"
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
 'দুঃসময়ের গান'! বড়দিনে নয়া মাইলস্টোন, হাজার গান গেয়ে নজির গড়লেন স্বাগতালক্ষী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement