Tollywood : রূপসজ্জায় লুপ্ত পরিচয়! পুরনো বাংলা ধারাবাহিকের ছবিতে অভিনেতাকে চিনতে অপারগ নেটিজেনরা

Last Updated:

রূপসজ্জায় ঢেকে যায় মুখ ৷ শুধু মুখাবরণ নয় ৷ হারিয়ে যায় চেনা পরিচয়ও ৷ সে কথাই যেন মনে করিয়ে দিচ্ছে এই ছবি ৷

কলকাতা : রূপসজ্জায় ঢেকে যায় মুখ ৷ শুধু মুখাবরণ নয় ৷ হারিয়ে যায় চেনা পরিচয়ও ৷ সে কথাই যেন মনে করিয়ে দিচ্ছে এই ছবি ৷ পুরনো এক ধারাবাহিকে এই সাজেই অভিনয় করেছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandyopadhyay) ৷ ধারাবাহিক থেকে স্থিরচিত্র শেয়ার করেছেন তিনি ৷ সামাজিক মাধ্যমে তাঁর ছবি দেখে চিনতে পারেননি অধিকাংশ নেটিজেনই ৷
অবশ্য সংখ্যায় কম হলেও কেউ কেউ চিনতে পেরেছেন সাংবাদিক রূপায়ণ সেনকে ৷ ‘স্বপ্ন উড়ান’ ধারাবাহিকে এই নামই ছিল রাহুল অভিনীত চরিত্রের ৷ সে সময় তাঁকে এই প্রস্থেটিক মেক আপ করিয়ে দিতেন দুই তরুণ রূপসজ্জা শিল্পী, অঞ্জন ও শুভাশিস ৷ বাংলা ধারাবাহিকে এটাই প্রস্থেটিক মেক আপের সূচনা ৷ এখন যখন মনে করা হয়, প্রস্থেটিক মেক আপ মানেই বাইরের শিল্পী, সেই ধারণার যোগ্য উত্তর রাহুলের এই রূপ ৷
advertisement
advertisement
‘স্বপ্ন উড়ান’ ধারাবাহিকটি ২০১৬-২০১৭ সালের ৷ মূল ভূমিকায় ছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং ঐন্দ্রিলা বসু ৷ ঐন্দ্রিলার অভিনীত চরিত্রের নাম ছিল ঝিমলি ৷ পাশাপাশি ধারাবাহিকের অন্যান্য চরিত্রে ছিলেন ইন্দ্রাশিস রায়, দেবপর্ণা চক্রবর্তী এবং তথাগত মুখোপাধ্যায় ৷ ধারাবাহিকের গল্প অনুযায়ী এক রহস্য সমাধান করতে গিয়ে সম্পর্কে জড়িয়ে পড়েন সাংবাদিক রূপায়ণ ও পুলিশ অফিসার ঝিমলি ৷ তার পর তাঁদের ঘিরেই এগিয়ে চলে কাহিনি ৷
advertisement
রাহুলের শেয়ার করা ছবিতে নেটিজেনরা একই সঙ্গে বিস্মিত ও স্মৃতিমেদুর ৷ কেউ কেউ তো অভিনেতার আগামী কোনও কাজ ভেবে অভিনন্দন জানিয়ে বসে আছেন!
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tollywood : রূপসজ্জায় লুপ্ত পরিচয়! পুরনো বাংলা ধারাবাহিকের ছবিতে অভিনেতাকে চিনতে অপারগ নেটিজেনরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement