Tollywood : রূপসজ্জায় লুপ্ত পরিচয়! পুরনো বাংলা ধারাবাহিকের ছবিতে অভিনেতাকে চিনতে অপারগ নেটিজেনরা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
রূপসজ্জায় ঢেকে যায় মুখ ৷ শুধু মুখাবরণ নয় ৷ হারিয়ে যায় চেনা পরিচয়ও ৷ সে কথাই যেন মনে করিয়ে দিচ্ছে এই ছবি ৷
কলকাতা : রূপসজ্জায় ঢেকে যায় মুখ ৷ শুধু মুখাবরণ নয় ৷ হারিয়ে যায় চেনা পরিচয়ও ৷ সে কথাই যেন মনে করিয়ে দিচ্ছে এই ছবি ৷ পুরনো এক ধারাবাহিকে এই সাজেই অভিনয় করেছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandyopadhyay) ৷ ধারাবাহিক থেকে স্থিরচিত্র শেয়ার করেছেন তিনি ৷ সামাজিক মাধ্যমে তাঁর ছবি দেখে চিনতে পারেননি অধিকাংশ নেটিজেনই ৷
অবশ্য সংখ্যায় কম হলেও কেউ কেউ চিনতে পেরেছেন সাংবাদিক রূপায়ণ সেনকে ৷ ‘স্বপ্ন উড়ান’ ধারাবাহিকে এই নামই ছিল রাহুল অভিনীত চরিত্রের ৷ সে সময় তাঁকে এই প্রস্থেটিক মেক আপ করিয়ে দিতেন দুই তরুণ রূপসজ্জা শিল্পী, অঞ্জন ও শুভাশিস ৷ বাংলা ধারাবাহিকে এটাই প্রস্থেটিক মেক আপের সূচনা ৷ এখন যখন মনে করা হয়, প্রস্থেটিক মেক আপ মানেই বাইরের শিল্পী, সেই ধারণার যোগ্য উত্তর রাহুলের এই রূপ ৷
advertisement
advertisement
‘স্বপ্ন উড়ান’ ধারাবাহিকটি ২০১৬-২০১৭ সালের ৷ মূল ভূমিকায় ছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং ঐন্দ্রিলা বসু ৷ ঐন্দ্রিলার অভিনীত চরিত্রের নাম ছিল ঝিমলি ৷ পাশাপাশি ধারাবাহিকের অন্যান্য চরিত্রে ছিলেন ইন্দ্রাশিস রায়, দেবপর্ণা চক্রবর্তী এবং তথাগত মুখোপাধ্যায় ৷ ধারাবাহিকের গল্প অনুযায়ী এক রহস্য সমাধান করতে গিয়ে সম্পর্কে জড়িয়ে পড়েন সাংবাদিক রূপায়ণ ও পুলিশ অফিসার ঝিমলি ৷ তার পর তাঁদের ঘিরেই এগিয়ে চলে কাহিনি ৷
advertisement
রাহুলের শেয়ার করা ছবিতে নেটিজেনরা একই সঙ্গে বিস্মিত ও স্মৃতিমেদুর ৷ কেউ কেউ তো অভিনেতার আগামী কোনও কাজ ভেবে অভিনন্দন জানিয়ে বসে আছেন!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 10, 2021 10:18 PM IST