প্রতিবেশীর হিংসা, মালিকের গর্ব ! স্ত্রীকে নিয়ে এমন উক্তি করায় নেটিজেনদের রোষের মুখে ইন্দ্রনীল

Last Updated:

সোশ্যাল মিডিয়ায় কম-বেশি অ্যাক্টিভ প্রায় প্রত্যেক সেলিব্রিটিই ৷

#কলকাতা: সোশ্যাল মিডিয়ায় কম-বেশি অ্যাক্টিভ প্রায় প্রত্যেক সেলিব্রিটিই ৷ ফ্যানদের কাছে সহজে পৌছে যেতে সোশ্যাল মিডিয়ার থেকে বড় এবং সহজ উপায় খুঁজে বের করা মুশকিল ৷ আর তাই তো, সারাদিন কীভাবে কাটাচ্ছেন সেলেবরা, কী করছেন, কোনও বিশেষ ইস্যু নিয়ে তাঁদের বক্তব্য সবই সোশ্যাল মিডিয়ার হাত ধরে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে ৷ এমনকী, নেতা-অভিনেতা, মন্ত্রী-সাধারণ, সোশ্যাল মিডিয়া তো সবার কাছে এখন প্রতিবাদের মাধ্যমও ৷
তবে হ্যাঁ, কখনও কখনও এই সোশ্যাল মিডিয়াই হয়ে দাঁড়ায় বুমেরাং৷ একরাতে যেমন সাধারণকে সেলেব বানিয়ে তোলে, তেমনি সেলেবকেও পড়তে হয় রোষের মুখে !
সম্প্রতি এরকমটিই ঘটল অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত-র সঙ্গে ৷ ইনস্টাগ্রামে নিজের স্ত্রী বরখা-র একটি ছবি পোস্ট করে রীতিমতো রোষের মুখে পড়লেন ইন্দ্রনীল ৷
advertisement
তা কী ঘটেছিল?
ইন্দ্রনীল তাঁর স্ত্রী অভিনেত্রী বরখার একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘প্রতিবেশীর হিংসা, মালিকের গর্ব !’ ব্যস, ইন্দ্রনীলের এই লেখা দেখেই খেপে গেলেন নেটিজেনরা ৷ সোজা ইন্দ্রনীলকে চেপে ধরলেন তাঁরা ৷ নেটিজেনদের কথায়, ইন্দ্রনীল তাঁর স্ত্রীকে নিয়ে এমন উক্তি করে ঠিক করেননি ৷ এতে বরখার সম্মান হানি ঘটেছে !
advertisement
View this post on Instagram

Neighbours’ envy, owner’s pride 😀😀 @barkhasengupta ❤️

A post shared by Indraneil Sengupta (@indraneilsengupta) on

advertisement
তবে ইন্দ্রনীল স্পষ্ট করেছেন, এটা শুধুই মাত্র রসিকতা ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রতিবেশীর হিংসা, মালিকের গর্ব ! স্ত্রীকে নিয়ে এমন উক্তি করায় নেটিজেনদের রোষের মুখে ইন্দ্রনীল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement