#কলকাতা: সোশ্যাল মিডিয়ায় কম-বেশি অ্যাক্টিভ প্রায় প্রত্যেক সেলিব্রিটিই ৷ ফ্যানদের কাছে সহজে পৌছে যেতে সোশ্যাল মিডিয়ার থেকে বড় এবং সহজ উপায় খুঁজে বের করা মুশকিল ৷ আর তাই তো, সারাদিন কীভাবে কাটাচ্ছেন সেলেবরা, কী করছেন, কোনও বিশেষ ইস্যু নিয়ে তাঁদের বক্তব্য সবই সোশ্যাল মিডিয়ার হাত ধরে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে ৷ এমনকী, নেতা-অভিনেতা, মন্ত্রী-সাধারণ, সোশ্যাল মিডিয়া তো সবার কাছে এখন প্রতিবাদের মাধ্যমও ৷
তবে হ্যাঁ, কখনও কখনও এই সোশ্যাল মিডিয়াই হয়ে দাঁড়ায় বুমেরাং৷ একরাতে যেমন সাধারণকে সেলেব বানিয়ে তোলে, তেমনি সেলেবকেও পড়তে হয় রোষের মুখে !View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indraneil sengupta