প্রতিবেশীর হিংসা, মালিকের গর্ব ! স্ত্রীকে নিয়ে এমন উক্তি করায় নেটিজেনদের রোষের মুখে ইন্দ্রনীল
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
সোশ্যাল মিডিয়ায় কম-বেশি অ্যাক্টিভ প্রায় প্রত্যেক সেলিব্রিটিই ৷
#কলকাতা: সোশ্যাল মিডিয়ায় কম-বেশি অ্যাক্টিভ প্রায় প্রত্যেক সেলিব্রিটিই ৷ ফ্যানদের কাছে সহজে পৌছে যেতে সোশ্যাল মিডিয়ার থেকে বড় এবং সহজ উপায় খুঁজে বের করা মুশকিল ৷ আর তাই তো, সারাদিন কীভাবে কাটাচ্ছেন সেলেবরা, কী করছেন, কোনও বিশেষ ইস্যু নিয়ে তাঁদের বক্তব্য সবই সোশ্যাল মিডিয়ার হাত ধরে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে ৷ এমনকী, নেতা-অভিনেতা, মন্ত্রী-সাধারণ, সোশ্যাল মিডিয়া তো সবার কাছে এখন প্রতিবাদের মাধ্যমও ৷
তবে হ্যাঁ, কখনও কখনও এই সোশ্যাল মিডিয়াই হয়ে দাঁড়ায় বুমেরাং৷ একরাতে যেমন সাধারণকে সেলেব বানিয়ে তোলে, তেমনি সেলেবকেও পড়তে হয় রোষের মুখে !
সম্প্রতি এরকমটিই ঘটল অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত-র সঙ্গে ৷ ইনস্টাগ্রামে নিজের স্ত্রী বরখা-র একটি ছবি পোস্ট করে রীতিমতো রোষের মুখে পড়লেন ইন্দ্রনীল ৷
advertisement
তা কী ঘটেছিল?
ইন্দ্রনীল তাঁর স্ত্রী অভিনেত্রী বরখার একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘প্রতিবেশীর হিংসা, মালিকের গর্ব !’ ব্যস, ইন্দ্রনীলের এই লেখা দেখেই খেপে গেলেন নেটিজেনরা ৷ সোজা ইন্দ্রনীলকে চেপে ধরলেন তাঁরা ৷ নেটিজেনদের কথায়, ইন্দ্রনীল তাঁর স্ত্রীকে নিয়ে এমন উক্তি করে ঠিক করেননি ৷ এতে বরখার সম্মান হানি ঘটেছে !
advertisement
advertisement
তবে ইন্দ্রনীল স্পষ্ট করেছেন, এটা শুধুই মাত্র রসিকতা ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 16, 2020 9:27 AM IST