Death: মাত্র ৩২-এ সব শেষ...! মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিখ্যাত ইনফ্লুয়েন্সার, শোকস্তব্ধ নেটদুনিয়া

Last Updated:

Death: ফের আরও এক দুঃসংবাদ৷ মারণ রোগ কেড়ে নিল তরতাজা প্রাণ৷ মাত্র ৩২ বছরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিখ্যাত ইনফ্লুয়েন্সার বিবেক পাঙ্গেনি৷ তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে৷

প্রয়াত  বিবেক পাঙ্গেনি
প্রয়াত বিবেক পাঙ্গেনি
ফের আরও এক দুঃসংবাদ৷ মারণ রোগ কেড়ে নিল তরতাজা প্রাণ৷ মাত্র ৩২ বছরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিখ্যাত ইনফ্লুয়েন্সার বিবেক পাঙ্গেনি৷ তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে৷
ইনফ্লুয়েন্সার বিবেক পাঙ্গেনির মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন তাঁর ভক্তরা৷ সোশ্যাল মিডিয়ায় বিবেক ও তাঁর স্ত্রী সৃজনা সুবেদী৷ নিজেদের একাধিক মুহুর্ত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতেন তারা৷ ছোটবেলার প্রেমিকাকে বিয়ে করেই নতুন জীবন শুরু করেছিলেন বিবেক ও সৃজনা৷
advertisement
advertisement
জ্যোতির্বিদ্যা ও পদার্থবিদ্যায় পিএইচডি করতে ইউনিভার্সিটি অব জর্জিয়ায় ভর্তি হন বিবেক। সেখানেও পাশে ছিলেন স্ত্রী। ভালই কাটছিল দু’জনের সংসার। কিন্তু তারপর ঘটল আচমকা ছন্দপতন৷ ২০২২ সালে ব্রেন টিউমার ধরা পড়ে বিবেকের। মুহূর্তের মধ্যে সবটা যেন ওলট পালট হয়ে যায়৷ সেদিন থেকেই শুরু হল কঠিন লড়াই৷
advertisement
জীবনের কঠিন থেকে কঠিন মুহূর্তগুলিও সকলের সঙ্গে শেয়ার করতেন বিবেকের স্ত্রী সৃজনা৷ তারপর থেকে ধীরে ধীরে বিবেকের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করল৷ তারপর চিকিৎসকরা জানালেন, বিবেকের হাতে আর মাত্র ৬ মাস সময় রয়েছে৷ এই শেষের ৬ মাস জীবনটা একটু অন্যভাবে কাটাতে চেয়েছিলেন দু’জনে৷ তবে কোনওভাবেই আর শেষরক্ষা হল না৷ সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন বিবেক৷ তাঁর মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন ভক্তরা৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Death: মাত্র ৩২-এ সব শেষ...! মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিখ্যাত ইনফ্লুয়েন্সার, শোকস্তব্ধ নেটদুনিয়া
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement