বিয়ে সেরে ফেললেন নেহা কক্কর ! কান্না চেপে রেখে বউয়ের সাজে বিদায় জানালেন মাকে !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
গতকাল গায়ে হলুদের নিয়ম হয়েছে। মেহেন্দিও হয়েছে। আজ হল বিয়ে।
#মুম্বই: নেহা কক্করের আজ বিয়ে। কয়েক দিন আগেই সোশ্যাল মিডিয়ায় নিজের ভালোবাসার মানুষ রোহনপ্রীতের কথা জানিয়েছিলেন নেহা কক্কর। শোনা গিয়েছিল ২৪ তারিখ তাঁর বিয়ে। কিন্তু তা নিয়ে কিছু না জানিয়েই একটি মিউজিক অ্যালবাম লঞ্চ করেছেন নেহা। 'নেহু দ্য বিহা' সেখানে রোহনপ্রীত গান করেছেন তাঁর সঙ্গে। এর পরেই সকলে বলতে শুরু করেন তার মানে এবারেও বিয়েটা করছেন না নেহা। কিন্তু না সকলকে ভুল প্রমান করলেন নেহা।
advertisement
advertisement
View this post on InstagramA lil glimpse of the very pretty bride #NehaKakkar #NehuDaVyah #nehakishaadi
advertisement
তিনি বিয়ে করছেন। আজই তাঁর বিয়ে। গতকাল গায়ে হলুদের নিয়ম হয়েছে। মেহেন্দিও হয়েছে। আজ হল বিয়ে। একেবারে বউয়ের সাজে বিয়ের মণ্ডপের দিকে রওনা হলেন নেহা। কিন্তু যাওয়ার সময় বার বার পিঁছন ফিরে বাড়ির লোককে খুঁজছিলেন তিনি। কান্না আটকে বিয়ের মণ্ডপে গেলেন তিনি। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়। এর পর বিয়ের ভিডিও-ও শেয়ার করা হয়।
advertisement
View this post on InstagramShaadi Mubarak #NehaKakkar #rohanpreetsingh #NehuDaVyah #nehakishaadi
advertisement
রোহনকে মালা পরিয়ে বিয়ে করলেন নেহা।
View this post on Instagram#tonykakkar at his sister's wedding #nehakakkar #rohanpreetsingh #NehuDaVyah #nehakishadi
advertisement
advertisement
একই সঙ্গে নেহার ভাই টনি কক্করকেও আজ বোনের বিয়েতে নাচ করতে দেখা যায়। দারুণ মজার সেই ভিডিও। বলিউডের অনেকেই উপস্থিত ছিলেন সেখানে। সুন্দর করে সাজানো হয়েছে নেহার বিয়ের আসর। সেই ভিডিও শেয়ার করা হয়েছে। সব জায়গাতেই বাজছে নেহার গান। অবেশেষে বিয়ে সারলেন নেহা। সকলেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁদের বিয়ের ভিডিও শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা মুহূর্তে ভাইরাল হয়।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 24, 2020 9:54 PM IST