Neel and Trina : আবরণ উঠতেই নতুন বাহন, একসঙ্গে কেনা গাড়ির সামনে তাঁদের নাচের ভিডিয়ো শেয়ার নীলের

Last Updated:

লাল মখমল উঠতেই নতুন সাদা গাড়ি ৷ তার পর নতুন বাহনের সামনেই দম্পতির উচ্ছ্বাস-নাচ ৷ অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya ) শেয়ার করলেন তাঁদের নতুন গাড়ি কেনার ভিডিয়ো ৷ তার আগেই স্ত্রী তৃণা (Trina Saha) পোস্ট করেছিলেন স্থির ছবি ৷

কলকাতা : লাল মখমল উঠতেই নতুন সাদা গাড়ি ৷ তার পর নতুন বাহনের সামনেই দম্পতির উচ্ছ্বাস-নাচ ৷ অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya ) শেয়ার করলেন তাঁদের নতুন গাড়ি কেনার ভিডিয়ো ৷ তার আগেই স্ত্রী তৃণা (Trina Saha) পোস্ট করেছিলেন স্থির ছবি ৷
তৃণা জানিয়েছেন তিনি এবং নীল মিলে কিনেছেন হুন্ডাই অ্যালকাজার ৷ তাঁদের নতুন গাড়ি কেনার মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য হুন্ডাই সংস্থাকেও ধন্যবাদ জানিয়েছেন তৃণা ৷ ভিডিয়োর ক্যাপশনে নীল লিখেছেন, ‘জীবনে আনন্দ হল একসঙ্গে কেনা প্রথম গাড়ি৷’
টলিউডের সেরা জুটিদের মধ্যে এখন নীল-তৃণা অন্যতম ৷ নিয়মিত ‘কাপল গোল’ দেন এই জুটি ৷ কিছু দিন আগেই গোয়া থেকে মধুচন্দ্রিমা কাটিয়ে ফিরলেন দু’জনে ৷ ফেব্রুয়ারিতে বিয়ের ৬ মাস পর দম্পতি যেতে পারলেন মধুচন্দ্রিমায় ৷ তার আগে অতিমারির দ্বিতীয় তরঙ্গে বিভিন্ন জনসেবামূলক কাজে নীল-তৃণা বা নেটিজেনদের প্রিয় তৃণীল জুটির ভূমিকা ছিল অগ্রণী ৷
advertisement
advertisement
গোয়ায় তাঁদের মধুচন্দ্রিমাও ছিল পুরোপুরি ফিল্মি ৷ গোয়ার রাজপথে কখনও তাঁরা ‘চেন্নাই এক্সপ্রেস’-এর শাহরুখ দীপিকা ৷ কখনও আবার জোরহস্তে নীলের ‘সিঙ্ঘম পোস্ট’৷ নীলের ক্যামেরায় লাস্যময়ী হয়ে ধরা দেন তৃণাও ৷
বারো বছরের সম্পর্কের পরে বিয়ে করেছেন এই জুটি ৷ ভালবাসেন পরস্পরকে নিজস্ব পরিধি দিতে ৷ আবার পাশাপাশি থেকে সব কাজও মিলেমিশে করেন তাঁরা ৷ এই মুহূর্তে নীল অভিনয় করছেন ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে নিখিলের ভূমিকায় ৷ তৃণাকে রোজ দর্শকরা দেখেন ‘খড়কুটো’ ধারাবাহিকে গুনগুনের ভূমিকায় ৷ তাঁদের নতুন গাড়ি কেনার খবরে অভিনন্দন জানিয়েছেন নেটিজেনরা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Neel and Trina : আবরণ উঠতেই নতুন বাহন, একসঙ্গে কেনা গাড়ির সামনে তাঁদের নাচের ভিডিয়ো শেয়ার নীলের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement