Neel and Trina : আবরণ উঠতেই নতুন বাহন, একসঙ্গে কেনা গাড়ির সামনে তাঁদের নাচের ভিডিয়ো শেয়ার নীলের

Last Updated:

লাল মখমল উঠতেই নতুন সাদা গাড়ি ৷ তার পর নতুন বাহনের সামনেই দম্পতির উচ্ছ্বাস-নাচ ৷ অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya ) শেয়ার করলেন তাঁদের নতুন গাড়ি কেনার ভিডিয়ো ৷ তার আগেই স্ত্রী তৃণা (Trina Saha) পোস্ট করেছিলেন স্থির ছবি ৷

কলকাতা : লাল মখমল উঠতেই নতুন সাদা গাড়ি ৷ তার পর নতুন বাহনের সামনেই দম্পতির উচ্ছ্বাস-নাচ ৷ অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya ) শেয়ার করলেন তাঁদের নতুন গাড়ি কেনার ভিডিয়ো ৷ তার আগেই স্ত্রী তৃণা (Trina Saha) পোস্ট করেছিলেন স্থির ছবি ৷
তৃণা জানিয়েছেন তিনি এবং নীল মিলে কিনেছেন হুন্ডাই অ্যালকাজার ৷ তাঁদের নতুন গাড়ি কেনার মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য হুন্ডাই সংস্থাকেও ধন্যবাদ জানিয়েছেন তৃণা ৷ ভিডিয়োর ক্যাপশনে নীল লিখেছেন, ‘জীবনে আনন্দ হল একসঙ্গে কেনা প্রথম গাড়ি৷’
টলিউডের সেরা জুটিদের মধ্যে এখন নীল-তৃণা অন্যতম ৷ নিয়মিত ‘কাপল গোল’ দেন এই জুটি ৷ কিছু দিন আগেই গোয়া থেকে মধুচন্দ্রিমা কাটিয়ে ফিরলেন দু’জনে ৷ ফেব্রুয়ারিতে বিয়ের ৬ মাস পর দম্পতি যেতে পারলেন মধুচন্দ্রিমায় ৷ তার আগে অতিমারির দ্বিতীয় তরঙ্গে বিভিন্ন জনসেবামূলক কাজে নীল-তৃণা বা নেটিজেনদের প্রিয় তৃণীল জুটির ভূমিকা ছিল অগ্রণী ৷
advertisement
advertisement
গোয়ায় তাঁদের মধুচন্দ্রিমাও ছিল পুরোপুরি ফিল্মি ৷ গোয়ার রাজপথে কখনও তাঁরা ‘চেন্নাই এক্সপ্রেস’-এর শাহরুখ দীপিকা ৷ কখনও আবার জোরহস্তে নীলের ‘সিঙ্ঘম পোস্ট’৷ নীলের ক্যামেরায় লাস্যময়ী হয়ে ধরা দেন তৃণাও ৷
বারো বছরের সম্পর্কের পরে বিয়ে করেছেন এই জুটি ৷ ভালবাসেন পরস্পরকে নিজস্ব পরিধি দিতে ৷ আবার পাশাপাশি থেকে সব কাজও মিলেমিশে করেন তাঁরা ৷ এই মুহূর্তে নীল অভিনয় করছেন ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে নিখিলের ভূমিকায় ৷ তৃণাকে রোজ দর্শকরা দেখেন ‘খড়কুটো’ ধারাবাহিকে গুনগুনের ভূমিকায় ৷ তাঁদের নতুন গাড়ি কেনার খবরে অভিনন্দন জানিয়েছেন নেটিজেনরা ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Neel and Trina : আবরণ উঠতেই নতুন বাহন, একসঙ্গে কেনা গাড়ির সামনে তাঁদের নাচের ভিডিয়ো শেয়ার নীলের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement