বলিউডের মাদক-যোগ তদন্তে করণ জোহরকে নোটিস পাঠালো NCB
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
সুশান্তের মৃত্যুর পর কঙ্গনা রানাওয়াত একটি ভিডিওতে দাবি করেছিলেন, বলিউডে শুধু নেপোটিজম নয়, করণ জোহর মাদক-চক্রের সঙ্গেও যোগাযোগ রাখেন।
#মুম্বই: বলিউডে শেষ কয়েক মাস ধরে একটাই চর্চার বিষয়, তা হল মাদকচক্র। সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর থেকেই বলিউডের মাদকচক্রের দিকে সকলের নজর যায়। সিবিআই মৃত্যু তদন্ত শুরু করে। রিয়া চক্রবর্তীকে গ্রেফতারের পরেই নড়েচড়ে বসে এনসিবি। জালের মতো গোটা বলিউডে ছেয়ে রয়েছে মাদকচক্র। দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, সারা আলি খান, অর্জুন রামপাল সহ বহু অভিনেতা-অভিনেত্রীর নাম জড়িয়েছে এই মাদক-যোগে। এবার এনসিবি এই মাদক যোগের তদন্তের জনই নোটিস পাঠালো করণ জোহরকে।
সুশান্তের মৃত্যুর পর কঙ্গনা রানাওয়াত একটি ভিডিওতে দাবি করেছিলেন, বলিউডে শুধু নেপোটিজম নয়, করণ জোহর মাদক-চক্রের সঙ্গেও যোগাযোগ রাখেন। তাঁর পার্টিতে মাদক নেয় সকলে। যদিও এই কথার ভিত্তিতে এনসিবি নোটিস পাঠায়নি। ২০১৯-এর জুলাই মাসে একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। জুন মাসের ভিডিওটি। করণ জোহরের বাড়িতে পার্টি হচ্ছে। সেখানে আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, রণবীর কাপুর, রণবীর সিং, ফারহা খান, করিনা কাপুর খান, অর্জুন কাপুর, মালাইকা আরোরা থেকে শুরু করে বলিউডের প্রায় সব তাবড় তাবড় সেলেবরাই উপস্থিত ছিলেন। যে ভিডিওটি ভাইরাল হয়েছিল, সেটা দেখে মনে হয়েছিল সকলেই নেশা করে আছেন। এবং সে সময় এই ভিডিও নিয়ে এত কথা হয়, যে জবাবদিহি করেছিলেন করণ।
advertisement
এই ভিডিওর সূত্র ধরেই এবার করণ জোহরকে নোটিস পাঠালো এনসিবি। তাঁরা বেশ কিছু ভিডিও ও তথ্য চেয়ে পাঠিয়েছেন করণের কাছে। তাঁকে এই মুহূর্তে অফিসে সরাসরি আসার দরকার নেই। প্রতিনিধিকে দিয়ে আপাতত তথ্যগুলো পাঠালেই হবে। ১৮ ডিসেম্বরের মধ্যে জবাব দিতে হবে। একেবারেই সময় দেয়নি তাঁকে এনসিবি। তবে প্রাথমিক তদন্তের পর সরাসরি হাজিরাও দিতে হতে পারে করণ জোহরকে।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 17, 2020 10:00 PM IST