দীপিকা ,রিয়া, সারার থেকে বাজেয়াপ্ত করা ফোন ডেটা এক্সট্রাকশনে পাঠালো NCB
- Published by:Simli Dasgupta
- news18 bangla
Last Updated:
মিডিয়া রিপোর্টে জানানো হয়েছে যে সূত্রের খবর, ডেটা এক্সট্রাকশন অর্থাৎ ডিলিট করা বিভিন্ন তথ্য, ভয়েস ক্লিপ, ভিডিও, চ্যাট ইত্যাদি পর্যবেক্ষণের জন্য পাঠানো হয়েছে৷
#মুম্বই: বলিউডের মাদককান্ডে বি-টাউন সেলিব্রিটির ৮৫টি গ্যাজেটকে বাজেয়াপ্ত করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো৷ গুজরাটের গান্ধিনগরের ফরেনসিক সায়েন্সের দফতরে ওই গ্যাজেটগুলি পাঠালো এন সি বি৷ সংবাদমাধ্যম থেকে এই খবর জানা যায়৷
মিডিয়া রিপোর্টে জানানো হয়েছে যে সূত্রের খবর, ডেটা এক্সট্রাকশন অর্থাৎ ডিলিট করা বিভিন্ন তথ্য, ভয়েস ক্লিপ, ভিডিও, চ্যাট ইত্যাদি পর্যবেক্ষণের জন্য এবং যে মোবাইল নম্বরগুলি থেকে এইগুলি পাঠানো হয়েছে সে সবকিছু দেখার জন্য গ্যাজেটগুলি বাজেয়াপ্ত করেছেন তাঁরা৷
এর আগে এন সি বি বলিউডের বিভিন্ন সেলেব্রিটিদের কাছ থেকে ড্রাগস্ উদ্ধার করেন৷ এই উদ্ধার করা ড্রাগসের মধ্যে ২৫টি নমুনা ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে এবং আরও পাঠানো হবে বলে জানা গেছে৷
advertisement
advertisement
ফরেনসিক ল্যাব-এ ড্রাগগুলির গুণগত মান নির্ধারণ করা হবে যাতে তারা সরবরাহকারী এবং ক্রেতাদের সহজেই সন্ধান করতে পারে৷
ডেটা এক্সট্রাকশনের জন্য বাজেয়াপ্ত করা ৮৫ টি গ্যাজেটের বেশিরভাগই হ'ল বলিউড সেলিব্রিটির মোবাইল ফোন৷ এই গ্যাজেটে আছে ট্যাবলেট, পেন ড্রাইভ এবং দুটি ল্যাপটপ। সূত্র থেকে জানা গেছে যে সকল সেলেব্রিটিদের মোবাইল ফোন নেওয়া হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন রিয়া চক্রবর্তী, তাঁর ভাই কৌশিক চক্রবর্তী, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর, দীপিকা পাড়ুকোন, অর্জুন রামপাল এবং তাঁদের সহযোগীরা ।
advertisement
প্রসঙ্গত, মঙ্গলবার মাদককাণ্ডে ফের অর্জুন রামপালকে তলব করা হয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। জানা গিয়েছে ১৬ ডিসেম্বর, বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হবে অর্জুনকে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 15, 2020 6:12 PM IST