NCB at Mannat|| Shah Rukh Khan: মাদক কাণ্ডে মন্নতে NCB! পুত্রের সঙ্গে দেখা করার পরেই শাহরুখ খানের বাড়িতে গোয়েন্দারা...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
NCB At Mannat: ঘটনাচক্রে বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের আর্থার রোড জেলে গিয়ে ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করেন শাহরুখ খান(Shahrukh Khan)।
#মুম্বই : মাদক কাণ্ডে বৃহস্পতিবার শাহরুখ খানের (Shah Rukh Khan) বাড়িতে হাজির এনসিবি কর্তারা। ছেলে আরিয়ান খান এখনও হেফাজতে। ঘটনাচক্রে বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের আর্থার রোড জেলে গিয়ে ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করেন শাহরুখ খান (Shah Rukh Khan)। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবীরা। প্রায় মিনিট ১৫ জেলের মধ্যে ছিলেন শাহরুখ(Shah Rukh Khan)। পরে তিনি বেরিয়ে আসেন। অন্যদিকে এই প্রথম এই ঘটনায় শাহরুখের মন্নতে পা দিল এনসিবি (NCB at Mannat|| Shah Rukh Khan)। জানা গিয়েছে, বিভিন্ন গ্যাজেট ইত্যাদি সংগ্রহ করতেই এদিন মন্নতে পৌঁছয় এনসিবি টিম।
বৃহস্পতিবার সকালে ছেলের সঙ্গে দেখা করতে আর্থার রোডের জেলে গিয়েছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। সেই ছবি মুহূর্তে ছড়িয়ে পরে সংবাদ মাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া। জিন্স, টি-শার্ট পরেই জেলে পৌঁছন বলিউড বাদশা। চোখে ছিল রোদ চশমা। ফটোশিকারিদের দিকে একবারও না তাকিয়ে সোজা জেলের অন্দরে ঢুকে যান শাহরুখ খান(NCB at Mannat|| Shah Rukh Khan)। সংবাদ সংস্থা এএনআইয়ের পক্ষ থেকে শেয়ার করা হয়েছে সেই ভিডিও।
advertisement
advertisement
Mumbai | Narcotics Control Bureau (NCB) team leaves from 'Mannat', the residence of actor Shah Rukh Khan pic.twitter.com/hHVWuunOgs
— ANI (@ANI) October 21, 2021
এরপরেই ঘটনায় উঠে আসে নতুন তথ্য, মুম্বইয়ের মাদককাণ্ডে (Mumbai Drug Case) নাম উঠে এল অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে (Ananya Pandey Mumbai Drug Case), বলিউডের উঠতি নায়িকা অনন্যা পান্ডের। সূত্রের খবর, আরিয়ানের ফোনের চ্যাট বিশেষ আদালতে জমা করা হয় বুধবার। আর সেখান থেকেই নাম উঠে আসে অনন্যা পান্ডের।
advertisement
ছেলে আরিয়ানের জামিনের শুনানি নিয়ে যখন গোটা দেশে জল্পনা, ঠিক তখনই শাহরুখের মন্নতে (NCB at Mannat|| Shah Rukh Khan) এসে পৌঁছয় এনসিবি! ঘটনায় চাঞ্চল্য শুরু গোটা বলিউডে। পাশাপাশি, এদিন অভিনেতা চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যা পাণ্ডের বান্দ্রার বাড়িতেও পৌঁছয় এনসিবি কর্তারা। জানা গিয়েছে সেখানেও চলছে তল্লাাশি। এদিন এনসিবি অফিসে অনন্যাকে জেরা করার জন্য ডেকে পাঠানো হয় (Ananya Pandey Mumbai Drug Case)।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 21, 2021 3:13 PM IST