শাহরুখের পুত্র নয়, নভ্যার বয়ফ্রেন্ড হ্যারি !

Last Updated:

বলিউডে পা রাখার আগেই একের পর এক প্রেমের গল্পে জড়িয়ে পড়ছেন অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি ৷ প্রত্যেক সপ্তাহেই নভ্যাকে নিয়ে নানা কাণ্ড ইন্টারনেট জুড়ে ৷ কখনও বিকিনি পরে ভাইরাল ভিডিও ৷ তো কখনও নাইট ক্লাবে উদ্দ্যম নৃত্য !

#মুম্বই: বলিউডে পা রাখার আগেই একের পর এক প্রেমের গল্পে জড়িয়ে পড়ছেন অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি ৷ প্রত্যেক সপ্তাহেই নভ্যাকে নিয়ে নানা কাণ্ড ইন্টারনেট জুড়ে ৷ কখনও বিকিনি পরে ভাইরাল ভিডিও ৷ তো কখনও নাইট ক্লাবে উদ্দ্যম নৃত্য !
গোটা বলিউডে জোর গুঞ্জন, তাহলে কী সাত সমুদ্র পারে প্রেমে মজেছেন শাহরুখ পুত্র ও অমিতাভের নাতনি ! কিছু বছর ধরে এই খবরই উড়ে বেড়াচ্ছিল বলিউডের গুঞ্জনে ৷ শাহরুখের ছেলে আরিয়ান নাকি অমিতাভের নাতনি নভ্যার সঙ্গে চুটিয়ে করছে প্রেম ! এমনকী, আরিয়ান ও নভ্যা বহুবার নিজেদের ছবি আপলোড করেছিলেন সোশ্যাল নেটওয়ার্কিংয়েও ৷
advertisement
তবে সেই নভ্যাই জানিয়ে দিলেন শাহরুখের পুত্র আরিয়ান নয়, তার প্রেমিক হলেন লন্ডনের ছেলে হ্যারি গিল !
advertisement
হ্যারির সঙ্গে নভ্যার আলাপ কলেজ থেকেই ৷ প্রেমের শুরুও কলেজ থেকেই ৷ একসঙ্গে নানা জায়গায় বেশ অন্তরঙ্গ মুহূর্তেও দেখা গিয়েছে হ্যারি ও নভ্যাকে ৷
কিছুদিন আগে জাহাজে বিকিনি পরে নভ্যার নাচের ভিডিও ভাইরাল হয়েছিল ৷ জানা গিয়েছে ওই ভিডিওটি নাকি তুলেছিলেন নভ্যার এই বয়ফ্রেন্ড হ্যারিই ! শুধু জাহাজে নয়, নানা পার্টিতেও নভ্যার সঙ্গে দেখা গিয়েছে হ্যারিকে ৷ এমনকী, নভ্যার বন্ধুরাও এই প্রেমকে গোপন রাখেনি ৷ নভ্যা ও হ্যারির সঙ্গে সব্বাই মেতেছেন বন্ধুত্বের সম্পর্কে ৷
advertisement
বলিউডে পা রাখার জন্য যে একেবারে তৈরি নভ্যা, তা মোটামুটি তাঁর হাভেভাবে বোঝাই যাচ্ছে ৷ অনেকে তো বলছেন, সিনেমায় নামার আগেই নিজের জনপ্রিয়তারে তুঙ্গে তুলতে এই সব সোশ্যাল নেটওয়ার্কিংয়ে ছবি ও ভিডিও পোস্ট করছেন তিনি ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
শাহরুখের পুত্র নয়, নভ্যার বয়ফ্রেন্ড হ্যারি !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement