নবীনা সিনেমা হলে হুমকির পিছনে বজরং দল
Last Updated:
দক্ষিণ কলকাতার সিনেমা হলে হুমকির পিছনে রয়েছে বজরং দল। একথা কার্যত স্বীকার করে নিলেন বজরং দল নেতৃত্ব।
#কলকাতা: দক্ষিণ কলকাতার সিনেমা হলে হুমকির পিছনে রয়েছে বজরং দল। একথা কার্যত স্বীকার করে নিলেন বজরং দল নেতৃত্ব। রবিবার সিনেমা হলে গিয়ে হামলা চালায় গেরুয়া ফেট্টি বাঁধা কয়েকজন যুবক। বিষয়টি নিয়ে এবার টুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী লিখেছেন এই সুপার এমারজেন্সির নিন্দা করছেন।
জনগণের মতপ্রকাশের স্বাধীনতা খর্বের পরিকল্পনা'। 'এই সুপার এমারজেন্সির নিন্দা করছি'। 'চলচ্চিত্র জগতের সবাই একযোগে প্রতিবাদ করুন।
কলকাতায় করণি সেনা? এই চর্চাই চলল দিনভর। রবিবার দক্ষিণ কলকাতার এক প্রেক্ষাগৃহে হামলা চালায় গেরুয়া ফেট্টি বাঁধা কয়েকজন যুবক। হলের মালিককে হুমকিও দেয় তাঁরা। সোমবার অবশ্য জানা গেছে করণি সেনা নয় এই হামলার পিছনে পয়েছে বজরং দল। রবিবার কলকাতার বজরং দলের রাজ্যনেতা সাফ জানিয়েছেন। এটা রাজপুতদের কোনও বিষয় নয়, এটা হিন্দুদের ভাবাবেগের বিষয়। ফলে পদ্মাবতী নিয়ে প্রতিবাদে কোনওভাবেই পিছপা হবেন না।
advertisement
advertisement
পদ্মাবতী' বিতর্কে এবার করলেন টুইট মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, 'পদ্মাবতী নিয়ে বিতর্ক শুধু দুর্ভাগ্যজনক নয়'।'একটি রাজনৈতিক দলের সুচিন্তিত পরিকল্পনা'। 'জনগণের মতপ্রকাশের স্বাধীনতা খর্বের পরিকল্পনা'। 'এই সুপার এমারজেন্সির নিন্দা করছি'। 'চলচ্চিত্র জগতের সবাই একযোগে প্রতিবাদ করুন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 21, 2017 10:12 AM IST