নাসির হবেন রবীন্দ্রনাথ ঠাকুর !

Last Updated:

এবার রবি ঠাকুর গিয়ে পৌঁছলেন আর্জেন্টিনার পর্দায় ৷ আর রবি ঠাকুরের সঙ্গে গেলেন নাসরুদ্দিন শাহ! ভাবছেন এ আবার কি কাব্য! নাসির আর রবি ঠাকুর এক হল কী করে? ব্যাপারটা একটু খোলসা করা যাক ৷

#মুম্বই: এবার রবি ঠাকুর গিয়ে পৌঁছলেন আর্জেন্টিনার পর্দায় ৷ আর রবি ঠাকুরের সঙ্গে গেলেন নাসরুদ্দিন শাহ! ভাবছেন এ আবার কি কাব্য! নাসির আর রবি ঠাকুর এক হল কী করে? ব্যাপারটা একটু খোলসা করা যাক ৷
আর্জেন্টিনার পরিচালক পাবলো সিজার বানাতে চলেছেন রবীন্দ্রনাথের বায়োপিক৷ আর সেই ছবিতেই রবি ঠাকুরের চরিত্রে দেখা যাবে নাসিরুদ্দিন শাহকে৷ জানা গিয়েছে, পরের বছর মার্চ মাসেই শান্তিনিকেতনে শ্যুটিং হবে এই ছবির ৷ পরিচালক পাবলো জানিয়েছেন, ‘বহুদিন ধরেই ইচ্ছে ছিল এই ছবি তৈরি করার ৷ চিত্রনাট্যের জন্য রিসার্চে ব্যস্ত ছিলাম ৷’ সিজারের কথায়, ‘এই ছবির প্রেক্ষাপট ১৯৪২ সাল ৷ ৬৩ বছর বয়সের রবীন্দ্রনাথকে দিয়েই ছবির গল্প শুরু হবে ৷ তবে ফ্ল্যাশব্যাকে উঠে আসবে, রবি ঠাকুরের ছেলেবেলাও ৷’
advertisement
পাবলো সিজার নাকি নাসিরুদ্দিন শাহের বিশাল ভক্ত ৷ নাসির অভিনীত ‘নিশান্ত’, ‘মন্থন’, ‘জুনুন’ ও ‘স্পর্শ’ সবই তাঁর দেখা ৷ নাসিরের প্রতি সেই প্রেম থেকেই রবি ঠাকুরকে নিয়ে তৈরি হওয়া ছবিতে তিনি নিতে চান, নাসিরকে৷ সিজারের কথায়, ‘নাসিরকে চিত্রনাট্য পড়িয়েছিলাম৷ উনি একটু ভাবার সময় চেয়েছিলেন ৷ বলেছিলেন এত বড় মাপের চরিত্রে অভিনয়, একটু পড়াশুনো করেই ফ্লোরে যেতে চাই৷’ ছবির নাম অবশ্য এখনও ঠিক হয়নি৷ সিজারের হাতে এখনও বলিউডের জন্য তৈরি একটি শর্ট ফিল্ম ৷ সেই শ্যুটিংয়েই ব্যস্ত রয়েছেন তিনি ৷ এরপরই শুরু হবে নাসিরকে নিয়ে রবি ঠাকুর ছবির কাজ ৷
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
নাসির হবেন রবীন্দ্রনাথ ঠাকুর !
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement