Narayan Debnath : বাঙালির শৈশবে ভরে গেল সোশ্যাল মিডিয়া! নারায়ণ দেবনাথকে নিয়ে পোস্ট শিলাজিৎ, শাশ্বতর

Last Updated:

Narayan Debnath : আজ সোশ্যাল মিডিয়ায় বাঙালি মাতল স্মৃতিচারণে। এক মুহূর্তে যেন নেটাগরিকরা সেই বাঁটুল, বাহাদুর বেড়ালে সাজানো ছোট বেলায় ফিরে গেলেন।

নারায়ণ দেবনাথকে নিয়ে পোস্ট শিলাজিৎ, শাশ্বতর
নারায়ণ দেবনাথকে নিয়ে পোস্ট শিলাজিৎ, শাশ্বতর
#কলকাতা: বাঙালির শৈশবের আধারে অনেকটা অংশ জুড়ে রয়েছেন কিংবদন্তি কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ (Narayan Debnath)। আগামিতেও থাকবেন। কারণ বাঙালি শিশুর বড় হওয়া তাঁর তৈরি হাঁদা-ভোঁদা থেকে নন্টে ফন্টে ছাড়া অসম্পূর্ণ। শৈশবকে যিনি রঙিন করে তুলেছিলেন আজ সকালে সেই নারায়ণ দেবনাথ চলে গেলেন। কালের নিয়মে চলে গেলেও, আজ সোশ্যাল মিডিয়ায় বাঙালি মাতল স্মৃতিচারণে। এক মুহূর্তে যেন নেটাগরিকরা সেই বাঁটুল, বাহাদুর বেড়ালে সাজানো ছোট বেলায় ফিরে গেলেন। গায়ক তথা অভিনেতা শিলাজিৎ-ও (Silajit) ফেসবুকে একটি লম্বা পোস্ট করলেন।
শিলাজিৎ লিখছেন, "একবার ই বোধ হয় দেখেছিলাম। হ্যাঁ দেখেছিলাম, পড়িনি শুধু, দেখেছিলাম দুই পুচকে মাস্তান বাঁটুল দ্য গ্রেট কে একটু জব্দ করেছিল। বাঁটুল এর সর্দি হওয়ায় দুই মাস্তান একটা টাঙা গাড়ীর পেছনে পাল লাগিয়ে বাঁটুল এর হাঁচির ধাক্কা পাল লাগিয়ে বেশ খানিকটা ফুর্তি করেছিলো গাড়ি চড়ে। বাঁটুল একটা সাইকেল এ করে যাচ্ছে ওই গাড়ীর পেছনে।ওর হাঁচির ধাক্কা লাগছে পালে, তরতরিয়ে এগিয়ে যাচ্ছে গাড়ি। আপনি চলে গেলেন। কিন্তু,আপনি রয়ে গেলেন। যতদিন আমি বেঁচে থাকবো ততদিন তো বটেই।"
advertisement
advertisement
শিলাজিৎ তাঁর পোস্টে এর পর লিখছেন, "রেলওয়ে প্ল্যাটফর্ম এর টিমটিমে বই এর দোকানে ইংলিশ বই এর দাপটের মধ্যে, বা চলন্ত ট্রেন এর হকার ভাই এর দু হাতে জাপটে ধরা লক্ষ্মীর পাঁচালি, ধাঁধা রান্নার বই এর মধ্যে খুঁজব। আমার ছোটবেলাকে। আপনার যে কোনো পুরনো সৃষ্টি ও আবার নতুনই লাগবে। মনে হবেই হবে। এই তো সবে বেরোলো বুঝি। নারায়ণ দেবনাথ এর টাটকা একটা হাঁদা ভোঁদা বা নন্টেফন্টে ,কেলটুদা।" সবশেষে তিনি লিখছেন, "দারুন একটা ছবি পেলাম ভট্টবাবুর পেজ থেকে ।। এত মন ছুঁয়ে গেল, অনুমতি ছাড়াই আমাদের পেজ থেকে সবাই কে দেখানোর লোভ সামলাতে পারলাম না।"
advertisement
অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের (Saswata Chatterjee) ইনস্টাগ্রামে পোস্টেও তাঁর শৈশবের কথা উঠে এসেছে। কীভাবে তাঁর শৈশব জুড়েও নারায়ণ দেবনাথ (Narayan Debnath) ছিলেন, লিখেছেন শাশ্বত। অভিনেতা লিখছেন, "তিঁনি ছিলেন আমাদের এবং কয়েক প্রজন্মের ছোটবেলার সাথী ... তাঁর সৃষ্টি আমাদের কাছে অমর থাকবে"।
advertisement
প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ১০.১৫ মিিনটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি শিল্পী (Narayan Debnath)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার বেলভিউ হাসপাতালে প্রয়াত হন তিনি। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন সাহিত্যিক। মূলত বয়সের জেরে হওয়া অসুস্থতার জন্যই গত ২৪ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Narayan Debnath : বাঙালির শৈশবে ভরে গেল সোশ্যাল মিডিয়া! নারায়ণ দেবনাথকে নিয়ে পোস্ট শিলাজিৎ, শাশ্বতর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement