কাটল আইনি জট, ২২ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘নগরকীর্তন’
Last Updated:
#কলকাতা: অবশেষে কাটল আইনি জটিলতা ৷ জটিলতা কাটিয়ে মুক্তির তারিখ পেল কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি ‘নগরকীর্তন’ ৷ ২২ ফেব্রুয়ারি অর্থাৎ আগামী শুক্রবার মুক্তি পেতে চলেছে এই ছবি ৷
প্রাথমিকভাবে এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল ১৫ ফেব্রুয়ারি ৷ কিন্তু মুক্তির কয়েকদিনের ‘নগরকীর্তন’ ছবির প্রচার নিয়েই জটিলতা তৈরি হয়েছিল৷ তবে আপাতত সেই জটিলতায় ইতি ৷ আগামী শুক্রবারই মুক্তি পেতে চলেছে নগরকীর্তন ৷
ট্রেলারেই কৌতুহল বাড়িয়ে দিয়েছিল কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘নগরকীর্তন’ ৷ ছবিতে এক বাঁশিওয়ালা ও এক রূপান্তরকামীর প্রেমের গল্পই উঠে আসবে ৷ ছবিতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী ও ঋদ্ধি সেন !
advertisement
advertisement
ছবি মুক্তির আগেই অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার জিতে নিয়েছিলেন, অভিনেতা ঋদ্ধি সেন ৷ আর তারপর থেকেই এই ছবি নিয়ে উৎসাহ ছিল তুঙ্গে ৷ এমনকী, ছবি নিয়ে সেরকমভাবে কোনও তথ্যই ফাঁস করেননি ছবির টিম ৷ তবে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় নানা সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন, এই ছবি একেবারেই অন্যরকম এক ধরণের প্রেমের গল্প বলবে ৷ তবে ছবির টিম কখনই ‘নগরকীর্তন’কে সমকামী প্রেমের গল্প হিসেবে তুলে ধরতে চাইছেন না ৷ বরং বলছেন, এই ছবি এক বাঁশিওয়ালা ও এক রূপান্তরকামী মানুষের প্রেমের গল্প !
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 15, 2019 5:57 PM IST
