Nabanita Das-Viral Video: লেহঙ্গা-চোলিতে বিয়ের সাজে নবনীতা! তবে কি নতুন পথ চলা শুরু? রহস্য ফাঁস ভাইরাল ভিডিওতে
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Nabanita Das-Viral Video: নবনীতার নতুন ভিডিও নিয়ে জোর চর্চা সোশ্যাল মাধ্যমে! ভাইরাল ভিডিওতে রহস্য ফাঁস নায়িকার!
কলকাতা: নবনীতা ও জিতুর প্রেম কাহিনি সকলের খুব পছন্দের ছিল। এই জুটিকে এক সঙ্গে দেখতে বহু ভক্তরাই চাইতেন। কিন্তু সব আশায় জল ঢেলে এই জুটি নিজেদের বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন। খাতায় কলমে এখনও ডিভোর্স না হলেও সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের কথা জানিয়েছেন এই জুটি। এখন তাঁরা আলাদা আলাদাই থাকেন। কোথাও গিয়ে নিজেদের মনের অমিল ঘটাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। মনের মিল না থাকলে ভালবাসার সম্পর্ক বিষাক্ত হয়ে ওঠে। ভাল থাকতে গেলে আলাদা হয়ে যাওয়ার পথকেই বেছে নেন অনেকে! জিতু-নবনীতাও সেই পথে হেঁটেছেন। তবে এই বিচ্ছেদ ঘোষণার পর থেকেই প্রায় চর্চায় উঠে আসছেন এই জুটি।
কখনও শোনা যাচ্ছে নবনীতার প্রেমের কথা। কিংবা অন্য কিছুতে মগ্ন জিতু! যদিও সে সব খবরের কোনও সত্যতা নেই। তবে গুজব ছড়াতে সময় লাগে না! তাও যদি সেই জুটি সকলের পছন্দের হয় তাহলে তো কথাই নেই! এবারও নবনীতাকে নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে নেট পাড়ায়! ডিভোর্স মমালা চলাকীলানই নবনীতার সঙ্গে নাম অন্য এক পুরুষের। তাঁরা একসঙ্গে গোয়ায় একান্তে সময় কাটিয়েছেন বলেও দাবি নেট নাগরিকদের। যদিও সেই তথ্য সম্পূর্ণ ভুল বলেছেন নবনীতা। এবার প্রেম-ডিভোর্সের চর্চা উসকে দিয়ে বিয়ের সাজে দেখা গেল জিতুর বাচ্চা বউকে! সম্প্রতি ‘বিয়ের ফুল’ ধারাবাহিকে আবার অভিনয় করছেন নবনীতা। কাজ নিয়ে ব্যস্ত তিনি। তবে কী এই ছবি ধারাবহিকের শ্যুটিংয়ের? না, একেবারেই না!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
লেহঙ্গা চোলিতে মন কেড়েছেন নবনীতার এই ভিডিও। সোশ্যাল মাধ্যমে ভিডিও দেখেই বহু প্রশ্ন এসেছে নেটিজেনদের মনে। অনেকেই ভাবতে শুরু করেছেন তবে কী নতুন ইনিংস শুরু করলেন নবনীতা? কিন্তু বিষয়টা একেবারেই তা নয়। সম্প্রতি নবনীতার যে ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে তা একটি ফটোশ্যুটের ভিডিও।
advertisement
একটি মেক-আপ ব্র্যান্ডের অ্যাম্বাসাডর তিনি। আর সেই ব্র্যান্ডের জন্যই এই মেক-আপ ভিডিও ফটোশ্যুটটি করেছেন নায়িকা! আপাতত প্রেম থেকে অনেক দূরেই তিনি। নতুন ধারাবহিকের কাজ নিয়ে ব্যস্ত! অন্যদিকে জিতুও ব্যস্ত তাঁর কাজ নিয়েই। প্রেম ভালবাসা আপাতত তাঁদের থেকে অনেক দূরে!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 27, 2023 7:59 PM IST