Ustad Rashid Khan Demise: ‘তিনি থাকবেন, সারাজীবনের মতো’ রাশিদ খানকে নিয়ে বললেন সৌরেন্দ্র-সৌমজিৎ

Last Updated:

Ustad Rashid Khan Demise:সৌরেন্দ্র বলেন, ‘‘আজকেও আমরা গান করব৷ উস্তাদজি নেই, শুধু মাত্র এই তাৎক্ষণিক সত্যিটা হয়ত আমাদের তাড়া করবে দীর্ঘদিন, কিন্তু, তিনি তাঁর গানের মধ্যে দিয়ে, সুরের মধ্যে আমাদের কাছে থেকে যাবেন আজীবনের মতো৷ উস্তাদজিও থাকবেন আমাদের সঙ্গে৷’’

কলকাতা: মঙ্গলবার দুপুরে প্রয়াত হন কালজয়ী শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী রাশিদ খান৷ তাঁর সঙ্গে বিভিন্ন কাজে বারংবার তাক লাগিয়ে দিয়েছেন যে শিল্পীদ্বয়, সেই সৌরেন্দ্র-সৌমজিৎ এখন রয়েছেন রায়পুরে৷ মঞ্চে, গান গাইতে ওঠার আগে, রাশির খানের স্মৃতিতে ভাসলেন দুই শিল্পী৷
সৌরেন্দ্র বললেন, ‘‘দেখুন, আমরা মিউজিক্যালি এত ছোট যে ওঁর মতো একজন শিল্পীর মূল্যায়ন আমরা কী করব? ওঁর সম্পর্কে আমাদের সম্পর্ক বোধহয় ১৫ বছরের৷ উনি আমাদের অভিভাবক ছিলেন৷ আমাদের এত প্রশ্রয় দিতেন, আমাদের মিউজিককে এত ভালবাসতেন, আশীর্বাদ করতেন৷ আমারা যখন, যে রকম আবদার করেছি, কোনওদিন না বলেননি৷ আমরা ওঁকে বলেছি যে, খাঁ সাহেব আপনি অন স্টেজ আমাদের সঙ্গে কিশোর কুমারের গান করুন৷ সেটা আমরা রিহার্সাল করেছি, তিনি গেয়েছেন৷ বলেছি রবীন্দ্রনাথের গান করুন, অন স্টেজ, লাইভ৷ একমাস ধরে রিহার্সাল করে গেয়েছেন৷ আমরা ফৈয়জ আহমেদ ফৈয়জ গাইয়েছি৷ আর তিনিও ওঁর স্কুলের জন্য আমাদের বলেছেন, ওখানে একটা ওয়ার্কশপ করতে৷ এই আদানপ্রদানের মধ্যে দিয়ে আমরা যে কত কী শিখেছি, তার শেষ নেই৷’’
advertisement
আরও পড়ুন – Ustad Rashid Khan Demise: সঙ্গীত জগতে ইন্দ্রপতন! পৃথিবী ছেড়ে অন্য সুরলোকে উস্তাদ রাশিদ খান, ৫৫-তেই সব শেষ
তাঁরা এখন কলকাতা থেকে অনেক দূরে, সে কথা মনে করিয়ে দিয়ে সৌরেন্দ্র বললেন, ‘‘আমরা এই মুহূর্তে রায়পুরে, একটা অনুষ্ঠানে এসেছি৷ আপনারা জানেন, এই যে দু’টি জগতের তারতম্য, একটা স্বাভাবিক জীবন আর একটা মঞ্চের জগত৷ আমরা প্রতিদিন সেই মঞ্চের জগতে প্রবেশের আগে, পণ্ডিত রাশিদ খাঁ সাহেবের গান ইয়ারফোনে শুনে তবে স্টেজে উঠি৷ এটা আমাদের একটা প্রথা বলতে পারেন৷ কোথাও একটা মনে হয়, এটা করলে বোধহয় আমাদের অনুষ্ঠানটাও ভাল হবে৷ আর কোথাও এই যে একটা অন্তরের সুর তাঁর গানে আছে, সেটা সবসময় বেঁধে দেন আমাদের৷ ফলে রাশিদ খাঁ সাহেব শুধু একজন ফেলো মিউজিশিয়্যান যাঁর সঙ্গে আমরা কাজ করেছি, তেমনটা নন৷ আমরা বিশ্বাস করি এটা অন্তর থেকে যে তিনি যতবার গান করেছেন, তত বার আমরা বুঝতে শিখেছি যে ঈশ্বর আছেন৷ ওঁর সুর, ঈশ্বরের সুর ছিল৷’’
advertisement
advertisement
সৌমজিৎ বলেন, ‘‘মানুষ হিসাবে ভীষণ প্রগতিশীল ছিলেন তিনি৷ যদি তিনি একজন শাস্ত্রীয় শিল্পী, তবুও তাঁর চিন্তার ভিতরে এ যুগের আধুনিকতা ছিল৷ বারবার বাঁধ ভাঙার দিকে এগিয়ে গিয়েছিলেন তিনি৷ ওঁর সাম্প্রতিক কালেও উনি সাউন্ডস্কেপ নিয়ে এতটা ভাবনা চিন্তা করেছেন, যে শাস্ত্রীয় সঙ্গীতের কনসার্টেও নিজের মতো করে ভেঙে নতুন কিছু করার চিন্তা তিনি করেছেন৷ যে আমাদেরকে খুব উৎসাহ দিয়েছে৷’’
advertisement
সৌরেন্দ্র বলেন, ‘‘আজকেও আমরা গান করব৷ উস্তাদজি নেই, শুধু মাত্র এই তাৎক্ষণিক সত্যিটা হয়ত আমাদের তাড়া করবে দীর্ঘদিন, কিন্তু, তিনি তাঁর গানের মধ্যে দিয়ে, সুরের মধ্যে আমাদের কাছে থেকে যাবেন আজীবনের মতো৷ উস্তাদজিও থাকবেন আমাদের সঙ্গে৷’’
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ustad Rashid Khan Demise: ‘তিনি থাকবেন, সারাজীবনের মতো’ রাশিদ খানকে নিয়ে বললেন সৌরেন্দ্র-সৌমজিৎ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement