Munawar Faruqui: গভীর রাতে তুলে নিয়ে গেল পুলিশ! হুক্কা বার থেকে আটক বিগ বস তারকা, জামিন পেয়েও রেহাই নেই
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Munawar Faruqui: ‘বিগ বস’ তারকাকে আটকের ঘটনা ছড়িয়ে পড়তেই চারদিকে হইচই। ফোর্ট এলাকায় একটি হুক্কা পার্লারে হানা দিয়েছিল পুলিশ। সেই অভিযানেই মুনাওয়ার-সহ ১৪ জনকে আটক করেছে পুলিশ।
মুম্বই: গতকাল, মঙ্গলবার গভীর রাতে মুনাওয়ার ফারুকিকে তুলে নিয়ে গেল মুম্বই পুলিশ। বিখ্যাত কৌতুক অভিনেতা এবং ‘বিগ বস’ তারকাকে আটকের ঘটনা ছড়িয়ে পড়তেই চারদিকে হইচই। ফোর্ট এলাকায় একটি হুক্কা পার্লারে হানা দিয়েছিল পুলিশ। সেই অভিযানেই মুনাওয়ার-সহ ১৪ জনকে আটক করেছে পুলিশ। জামিনযোগ্য অপরাধ হলেও মুনাওয়ারকে জিজ্ঞাসাবাদ শেষে নোটি,স দিয়ে ছেড়ে দেয় পুলিশ। গোটা বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
জামিনে ছাড়া পাওয়ার পর মুনাওয়ার তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে একটি সেলফি শেয়ার করেছেন বিমানবন্দর থেকে। যেখানে লেখা, তিনি শহরের বাইরে যাচ্ছেন। চোখেমুখে তাঁর ক্লান্তি। তন্দ্রাচ্ছন্ন চোখে তিনি লিখেছেন, ‘ক্লান্ত এবং ভ্রমণ করছি…’। এই ছবিতে তাঁকে কালো টি-শার্ট পরা সাজে দেখা যায়। তিনি ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরকে ট্যাগ করেছেন।
advertisement
advertisement
একজন আধিকারিক জানিয়েছেন, মুম্বই পুলিশের সমাজসেবা শাখা মঙ্গলবার রাত আনুমানিক ১০.৩০টায় বোরা বাজার এলাকায় অবস্থিত একটি হুক্কা বারে অভিযান শুরু করে যা বুধবার ভোর ৫টা পর্যন্ত চলেছে। একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, ‘‘হুক্কা বারে অভিযানের সময় স্ট্যান্ড আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকি এবং অন্যদের সেখানে হুক্কা খেতে দেখা যায়। আমাদের কাছে তার একটি ভিডিও-ও রয়েছে। এর পরে আমরা ফারুকি এবং অন্যান্যদের হেফাজতে নিয়েছিলাম। কিন্তু পরে তাঁদের ছেড়ে দেওয়া হয় কারণ তাঁদের বিরুদ্ধে আরোপিত ধারাগুলি জামিনযোগ্য।’’
advertisement
একটি প্রতিবেদনে বলা হয়েছে, কর্তৃপক্ষ যদি জানতে পারে যে তারা ভেষজের নামে তামাকযুক্ত হুক্কা ব্যবহার করেছে, তাহলে মুনাওয়ার-সহ বাকিদের বিরুদ্ধে সিগারেট এবং অন্যান্য তামাকজাত পণ্য নিষিদ্ধ আইনে মামলা দায়ের করা যেতে পারে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 27, 2024 1:26 PM IST