২৫২ কোটি টাকার মাদক মামলায় নেটপ্রভাবী ওরিকে সমন মুম্বই পুলিশের, বৃহস্পতিবার হাজিরার নির্দেশ

Last Updated:

২৫২ কোটির মাদক মামলায় অ্যান্টি নারকোটিক্স সেল ওরিকে সমন পাঠানো হয়েছে। ২০ তারিখ সকাল ১০টায় অ্যান্টি নারকোটিক্স সেলের ঘাটকোপার ইউনিটে হাজিরা দিতে বলা হয় তাঁকে।

ওরিকে সমন মুম্বই পুলিশের
ওরিকে সমন মুম্বই পুলিশের
মুম্বই: মাদক মামলায় নেটপ্রভাবী ওরিকে সমন পাঠাল মুম্বই পুলিশ। ২৫২ কোটির মাদক মামলায় অ্যান্টি নারকোটিক্স সেল ওরিকে সমন পাঠানো হয়েছে। ২০ তারিখ সকাল ১০টায় অ্যান্টি নারকোটিক্স সেলের ঘাটকোপার ইউনিটে হাজিরা দিতে বলা হয় তাঁকে। মাদক মামলায় এর আগেই উঠে এসেছিল শ্রদ্ধা কাপুর ও নোরা ফতেহির অভিযোগ ছিল, এই নায়িকারা নাকি দাউদ ইব্রাহিমের ডাকা মাদকের পার্টিতে যান। এই নিয়ে দ্বিতীয়বার বিতর্কে জড়িয়ে পড়লেন ওরি। এর আগে কাটরার একটি হোটেলে মদ্যপানের অভিযোগে জম্মু ও কাশ্মীর পুলিশ ওরি এবং আরও সাতজনের বিরুদ্ধে মামলা করেছিল।
advertisement
advertisement
advertisement
মুম্বই পুলিশ তদন্তে যে বড় মাদকচক্র সামনে এসেছে, তাতে অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, নোরা ফাতেহি ও আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের আত্মীয় আলিশাহ পারকারের নাম উঠে এসেছে বলে দাবি করা হয়েছে। তদন্তকারীদের মতে, মহম্মদ সেলিম মোহাম্মদ সুহাইল শেখ ওরফে ‘ল্যাভিশ’-এর নেতৃত্বে পরিচালিত এই চক্র ভারত এবং বিদেশে আয়োজিত পার্টিগুলিতে মাদক সরবরাহ করত। সেলিম দুবাইতেই থাকেন এবং সেখান থেকেই পুরো নেটওয়ার্কটি চালাতেন বলে তদন্তকারীদের সন্দেহ। আগস্টে ইউএই থেকে ফেরত আনা তাঁর ছেলে তাহের দোলা তদন্তে বহু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, যার মধ্যে রয়েছে পার্টির অতিথি তালিকা, সরবরাহকারীর নাম এবং আয়োজিত স্থানের বিবরণ। নোরা অবশ্য দাবি করেছেন দাবি করেছেন, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং তাঁকে ‘টার্গেট’ বানানো হচ্ছে।
advertisement
ওরি-র পোশাকি নাম ওরহান আওয়াত্রামানি (Orhan Awatramani)। ওরি নামেই জনপ্রিয় তিনি। বিগত কয়েক বছরে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন এই ওরি। প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীর সঙ্গেই পোজ দিয়ে ছবি তুলতে দেখা যায়। বলা ভাল, ওরি এখন বি-টাউনের তারকাদের চোখের মণি। বিভিন্ন অনুষ্ঠান এবং তারকাদের পার্টিতে পাপারাৎজিদের নজর কাড়তে থাকেন তিনি। হামেশাই স্টার কিডদের সঙ্গে ক্যামেরাবন্দি হন ওরি। এই তালিকায় রয়েছেন জাহ্নবী কাপুর, সারা আলি খান এবং অনন্যা পাণ্ডে। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে ওরি-র জনপ্রিয়তা। আগে তারকাদের পার্টিতে বাঁধাধরা ছিল তাঁর উপস্থিতি। তবে বর্তমানে তিনিও পার্টির আয়োজন করছেন।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
২৫২ কোটি টাকার মাদক মামলায় নেটপ্রভাবী ওরিকে সমন মুম্বই পুলিশের, বৃহস্পতিবার হাজিরার নির্দেশ
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement