মৃণাল সেনের জন্মবার্ষিকীতে প্রকাশিত বিশেষ ক্যালেন্ডার ও ‘পদাতিক’-এর পোস্টার

Last Updated:

অরিন্দম জানালেন, কুণাল সেন তাঁদের দিয়েছেন মৃণালের সংগ্রহে থাকা প্রচুর বই, দিয়েছেন প্রয়াত পরিচালকের ব্যবহৃত পাইপ, চশমা, কলম, পায়জামা ও পাঞ্জাবী ৷

কলকাতা : হাঁটি হাঁটি পা করে যাত্রা শুরু হয়েছিল ২০০৮ সালে  ৷  হুগলির উত্তরপাড়ায় ‘জীবনস্মৃতি ডিজিটাল আর্কাইভ’ আজ গবেষকদের কাছে আকর৷ গবেষণার কাজে লাগে এমন সম্পদে সংস্থার ভাণ্ডার সমৃদ্ধ  ৷
সংগ্রহ সমৃদ্ধ করার পাশাপাশি সংস্থার তরফে প্রতি বছর কিছু ব্যক্তিত্বের জন্মদিনে ক্যালেন্ডার প্রকাশ করা হয়  ৷ তাঁরা  রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সত্যজিৎ রায় এবং মৃণাল সেন ৷ এ বছরও মৃণাল সেনের জন্মদিনে তাঁরা প্রকাশ করেছেন বিশেষ ক্যালেন্ডার ৷
‘জীবনস্মৃতি ডিজিটাল আর্কাইভ’-এর তরফে অরিন্দম সাহা সরদার জানালেন, ‘‘ এ বছর তো করোনা পরিস্থিতির জন্য ভার্চুয়াল অনুষ্ঠান না করে উপায় নেই ৷ তাই সেভাবেই বিদেশের মাটিতে ক্যালেন্ডার প্রকাশ করেন মৃণাল সেনের ছেলে কুণাল সেন এবং পুত্রবধূ নিশা রূপারেল সেন৷’’ মৃণালের ছবি ‘ক্যালকাটা ৭১’  ৫০ বছরে পা রাখল এ বছর ৷  সেই উপলক্ষে ছবিটির  পুস্তিকার ছবি রয়েছে ক্যালেন্ডারে ৷ বাংলা তারিখ সম্বলিত এই ক্যালেন্ডারের পাশাপাশি প্রকাশিত হয়েছে ‘পদাতিক’ ছবির একটি পোস্টার ৷ প্রকাশ করেছেন অভিনেতা ধৃতিমান চট্টোপাধ্যায় ৷ উৎসাহীদের জন্য এই ক্যালেন্ডার ও পোস্টার ক্যুরিয়র বা অনলাইনে কিনতে পাওয়ার কথা ৷ কিন্তু অতিমারি পরিস্থিতির জন্য সব ব্যবস্থা করে উঠতে পারেননি তাঁরা৷ জানালেন অরিন্দম৷ তবে প্রতিকূল সময় হলেও সংগ্রহশালাকে তিলে তিলে সমৃদ্ধ করে গড়ে তুলছেন তাঁরা ৷
advertisement
advertisement
অরিন্দম জানালেন, কুণাল সেন তাঁদের দিয়েছেন মৃণালের সংগ্রহে থাকা প্রচুর বই, দিয়েছেন প্রয়াত পরিচালকের ব্যবহৃত পাইপ, চশমা, কলম, পায়জামা ও পাঞ্জাবী ৷ এছাড়াও তাঁদের সংগ্রহ সমৃদ্ধ করতে সাহায্য করেছেন বুদ্ধদেব দাশগুপ্ত, রাজা সেনের মতো ব্যক্তিত্ব ৷
উত্তরপাড়ায় তাঁদের সংগ্রহে আছে ১৮৮৪ থেকে প্রকাশিত বাংলাভাষার নামী সাময়িক পত্রিকা৷ ‘জন্মভূমি’, ‘মানসী’, ‘ভারতী’, ‘ভারতবর্ষ’, ‘সবুজপত্র’, ‘রূপমঞ্চ’, ‘চিত্রভাষ’-এর মতো দুর্লভ পত্রিকা তাঁদের আর্কাইভে রক্ষিত সযত্নে৷ বিভিন্ন জায়গা থেকে খুঁজে খুঁজে সংগ্রহ করা হয়েছে এই রত্নগুলি ৷ ডিজিটালের পাশাপাশি তৈরি করা হচ্ছে বড় সংগ্রহশালাও৷ স্বাভাবিক পরিস্থিতিতে গবেষকরা ভিড় করেন তাঁদের আর্কাইভে ৷ এখন করোনা পরিস্থিতিতে সে সবই স্তব্ধ ৷
advertisement
কিন্তু এই পরিস্থিতিতে সময় পেরিয়ে গেলে ক্রেতা তাঁদের ক্যালেন্ডার সংগ্রহ করবেন কেন? বছর এগিয়ে গেলে ক্যালেন্ডারের কি আর গুরুত্ব থাকে? অরিন্দম জানালেন, ‘‘ এ তো আর নিছক বাংলা তারিখের দিনপঞ্জি নয়৷ এ হল সংগ্রহে রাখার জিনিস ৷ তাই উৎসাহীর কাছে এর গুরুত্ব থাকবেই৷’’ উদ্যোক্তার কণ্ঠ প্রত্যয়ী ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মৃণাল সেনের জন্মবার্ষিকীতে প্রকাশিত বিশেষ ক্যালেন্ডার ও ‘পদাতিক’-এর পোস্টার
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement