কলকাতায় শুরু মাদার টেরেজার বায়োপিকের শ্যুটিং

Last Updated:

খবর ছিল আগেই, যে হলিউডের হাত ধরেই মাদার টেরেজার জীবনকাহিনি পর্দায় উঠে আসবে ৷

#কলকাতা: খবর ছিল আগেই, যে হলিউডের হাত ধরেই মাদার টেরেজার জীবনকাহিনি পর্দায় উঠে আসবে ৷ ঠিক সেই মতো শনিবার অর্থাৎ ১৯ ডিসেম্বর কলকাতায় শুরু হয়ে গেল মাদার টেরেজার বায়োপিক কবিতা অ্যান্ড টেরেজার শ্যুটিং ৷ উত্তর কলকাতার নানা জায়গায় তুমুল ব্যস্ততার মধ্যে দিয়েই চলল এই ছবির শ্যুটিং ৷
কবিতা অ্যান্ড টেরেজা ৷ মাদার টেরেজার জীবন নিয়ে তৈরি এই ছবির পরিচালক হলেন কমল মুসাল ৷ ছবিতে মাদারের ভূমিকায় অভিনয় করতে চলেছেন জ্যাকলিন ফ্রিতসাচি করনাজ ৷ ছবিতে রয়েছেন অক্টোবর ছবিতে থেকে বলিউডে পা রাখা একেবারে নতুন অভিনেত্রী বণিতা সাধু ৷ রয়েছেন দীপ্তি নাভালও ৷
Shooting Stills Shooting Stills
advertisement
advertisement
কলকাতার সঙ্গে বরাবরই আত্মিক টান ছিল মাদারের ৷ তাই তো মাদারের কলকাতা থাকার সময়টা অত্যন্ত যত্ন সহকারে তুলে ধরতে চান পরিচালক কমল ৷ কলকাতা জুড়েই এই ছবির শ্যুটিং চলবে বলে জানা গিয়েছে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
কলকাতায় শুরু মাদার টেরেজার বায়োপিকের শ্যুটিং
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement