Money Heist Season 5: ভারতে আসবেন মানি হাইস্টের প্রফেসর ! ভালোবাসায় পাগল তিনি !

Last Updated:

Instagram-এ একটি লাইভ চ্যাট চলাকালীন ভক্তদের সঙ্গে আলাপচারিতা করতে দেখা যায় মানি হাইস্ট খ্যাতি আলভারো মোর্তেকে।

#মাদ্রিদ: বিশ্বের দরবারে জনপ্রিয়তার একেবারে শিখরে পৌঁছেছে স্প্যানিশ সিরিজ ‘লা কাসা দে পাপেল’ (La Casa De Papel) যেটি ইংরেজিতে ‘মানি হাইস্ট’ (Money Heist) নামে প্রচার করে Netflix। ২০১৭ সালে প্রথম আসে এই সিরিজটি। ২০২১ সালে মুক্তি পাওয়ার কথা এই সিরিজের সর্বশেষ তথা পঞ্চম সিজনের। এই ওয়েব সিরিজের দ্য প্রফেসর চরিত্রে রয়েছেন স্প্যানিশ অভিনেতা আলভারো মোর্তে (Álvaro Morte)। এই চরিত্রটি প্রায় সমস্ত দর্শকেরই নজর কেড়েছে।
১৫ মে Instagram-এ একটি লাইভ চ্যাট চলাকালীন ভক্তদের সঙ্গে আলাপচারিতা করতে দেখা যায় মানি হাইস্ট খ্যাতি আলভারো মোর্তেকে। অধ্যাপক হিসাবে খ্যাতিমান আলভারো এদিন অপরাধের মোড়কে মোড়া এই সিরিজ সম্পর্কে দর্শকদের অনুভূতির প্রতিক্রিয়া জানান এবং ২০১৭ সালে শুরু Netflix-এর হিট ওয়েব সিরিজে কাজ করা প্রসঙ্গে তাঁর অভিজ্ঞতাও শেয়ার করেন।
‘মানি হাইস্ট’ কী ভাবে তার জীবনকে বদলে দিয়েছে, সে প্রসঙ্গে আলভারো বলেন, "এটি আশ্চর্যজনক ক্রু, দল এবং কাস্টের সঙ্গে এক বিশাল অ্যাডভেঞ্চার ছিল। আমার মনে হয় আমি অনেক কিছু শিখেছি এবং আমি অধ্যাপকের চরিত্র করে অনেক কিছু করতে পারি।”
advertisement
advertisement
View this post on Instagram

A post shared by Álvaro Morte (@alvaromorte)

advertisement
ভারতে ‘মানি হাইস্ট’ এবং তাঁর চরিত্রের জনপ্রিয়তা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, আলভারো ভারতে আসার ইচ্ছা প্রকাশ করেন। এখানেই শেষ না করে তিনি আরও যোগ করেছেন যে, এটি এমন একটি দেশ যেখানে তিনি ভ্রমণ করতে চান। অধ্যাপক জানান, তিনি ভারত থেকে প্রচুর মেসেজ পান, সেই সবগুলিই খুব সুন্দর।
খুব শীঘ্রই Netflix–এ মানি হাইস্ট-এর সিজন ৫ দেখানো হতে চলেছে। দিন কয়েক আগে আলভারো দলের একটি ছবি শেয়ার করেছেন। সেই সঙ্গে ক্যাপশনে তিনি লেখেন “কী দল। একটি স্বপ্নের দল!” (“What a team. A dream team!”)
advertisement
View this post on Instagram

A post shared by Álvaro Morte (@alvaromorte)

advertisement
এই ওয়েব সিরিজের সমাপ্তির কথা বলতে গিয়ে আলভারো বলেন যে, এর পরিসমাপ্তি তাঁকে শেষ তাকে মিশ্র অনুভূতি দিয়ে চলেছে,। তিনি 'দুঃখ এবং আনন্দ' উভয়ই বোধ করেন। তিনি দুঃখিত এই কারণে যে, যে চরিত্রটিকে তাঁকে এত কিছু দিয়েছে সেই চরিত্রটিকে তাঁকে বিদায় জানাতে হবে। তবে, এই ভূমিকার জন্য তিনি কতটা কৃতজ্ঞ তা উপলব্ধি করে অভিনেতা আনন্দ অনুভব করেন। তিনি আরও বলেন, প্রতিটি প্রোজেক্টকেই একটা সঠিক সময়ে শেষ করতে হয়!
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Money Heist Season 5: ভারতে আসবেন মানি হাইস্টের প্রফেসর ! ভালোবাসায় পাগল তিনি !
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement