ট্রেলার সহ Money Heist season 5-এর রিলিজ ডেট জানাল Netflix, মন ভাঙল ভক্তদের
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
এই সিরিজের পঞ্চম পার্টের জন্য প্রায় এক বছর অপেক্ষা করতে হয় সকলকে।
#স্পেন: মানি হাইস্ট (Money Heist)। স্প্যানিশ ক্রাইম ড্রামা দেখেননি এমন মানুষ মেলা ভার। কিভাবে চুরি করতে এসে সম্পর্ক তৈরি হয়, বিদ্রোহ হয়, প্রেম খেলে বেড়ায়, আর মৃত্যু ছুঁয়ে যায়, চোর-পুলিশের হিসেব মিলিয়ে হৃদয়ের জয়ের গল্পই যেন বলে মানি হাইস্ট। ২০১৭ সালে এই ক্রাইম ড্রামা তৈরি হয়েছিল স্পেনের জন্য। সে সময় একেবারেই চলেনি এই সিরিজ। কেউ দেখেও যেন দেখেননি। প্রফেসর থেকে হেলসিঙ্কি এদের কাউকেই তখন চিনতেন না কেউ। সিরিজ শেষ করে যে যার জীবনে ব্যস্ত হয়ে পড়েন অভিনেতারা। কখনও তাঁরা নিজেরাও ভাবেননি এমন সাফল্য আসতে পারে !
হঠাৎ করেই নেটফ্লিক্স এই সিরিজ কিনে নেয়। কোনও প্রচার করেনি নেটফ্লিক্স। শুধু তাদের সিরিজের লিস্টের এক কোণায় অবহেলায় পড়েছিল মানি হাইস্ট বা প্রফেসর ও তাঁর দল। হঠাৎ করেই রাতারাতি এই সিরিজ দেখতে শুরু করেন সকলে। ২০২০ থেকে রাতারাতি সকলে মানি হেইস্ট দেখে প্রেমে পড়তে থাকে সিরিজের। ট্যুইটারে চলতে থাকে নানা কথা। রাতারাতি ১ হাজার থেকে অভিনেতা দের ভক্তের সংখ্যা কয়েক লক্ষ হয়ে যায়। ডেনভার একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, "আমি তো জানতামই না এত মানুষ আমাকে পছন্দ করে। সেদিন কিছু একটা হয়েছিল গোটা বিশ্বে। সবাই মানি হেইস্ট দেখছিলো। আর রাতারাতি বদলে যেতে থাকে আমার ফলোয়াড়ের সংখ্যা।" এর পর মোট চারটে পার্ট তৈরি হয় মানি হাইস্টের। তৃত্বীয় পার্ট শুরুর সময়ে পরিচালক নিজের শহরেই শ্যুটিং করতে পারছিলেন না। ভক্তরা ঘিরে ধরেছিল। অথচ ২০১৭ সালে কেউ চিনত না তাঁদের।
advertisement
advertisement
এই সিরিজের পঞ্চম পার্টের জন্য প্রায় এক বছর অপেক্ষা করতে হয় সকলকে। কয়েকদিন আগেই নেটফ্লিক্স (Netflix) জানিয়ে দিয়েছে শেষ হয়েছে 'মানি হাইস্ট'-এর শ্যুটিং। এবার সামনে এল ট্রেলার। পার্ট ৫-এর ট্রেলার। যা দেখে ভক্তদের মধ্যে শুরু হয়েছে জোর জল্পনা। ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে, ব্যাঙ্ক অফ স্পেন, যেখানে চুরি করছে মানি হাইস্টের গ্যাং। সেখানে ঢুকে পড়েছে পুলিশ। ওদিকে অ্যালিসিয়া প্রফেসরকে হাত বেঁধে রেখে বন্দি বানিয়েছে। পুলিশের গুলিতে ক্ষত বিক্ষত হচ্ছে ডেনভার ! মোনিকা হাল ছেড়ে বসে রয়েছে। রাকেল মরিনো হাউ হাউ করে কাঁদছে। একমাত্র টোকিও আর হেলসিঙ্কি লড়ে যাচ্ছে। তবে কি মানি হাইস্টের সকলের পরিণতি মৃত্যু ! কিন্তু এমন পরিণতি যে মেনে নেবে না ভক্তরা! এতো শুধু চুরি নয়, একট বিদ্রোহ। এভাবে হেরে যাওয়া দেখাবেন কি পরিচালক? সে সবের উত্তর জানা যাবে সেপ্টেম্বরের ৩ তারিখ। মানি হাইস্ট পার্ট ৫-কে দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম পার্ট রিলিজ করবে সেপ্টেম্বরের ৩ তারিখ। আর দ্বিতীয় পার্ট রিলিজ করবে ডিসেম্বরের ৩ তারিখ। সেদিনই জানা যাবে সব রহস্য। তবে ট্রেলার দেখে ভক্তরা বলছেন, কোনওভাবেই যেন প্রফেসর কাউকে না হারায়। এবং তাঁরা হেরে না যায়! এই লড়াই গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছে এই এক সিরিজ। সকলের আবেগ জড়িয়ে পড়েছে। এখন প্রফেসরকে জিততেই হবে। বাঁধা হাত খুলে তাঁকে শেষ পার্টে নতুন কিছু করতেই হবে। ডেনভার বা রাকেল কিম্বা অন্য কারও মৃত্যুই দেখতে নারাজ ভক্তরা। তবে সিরিজ ঠিক কোন পথে এগোবে তা পরিচালক জানেন ! উত্তর পাওয়া যাবে সেপ্টেম্বরে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 25, 2021 5:25 PM IST