মাটিতে লম্বা বেনি লুটিয়ে অশরীরী হয়ে ঘুরছেন ‘ঝুমা বৌদি’ মোনালিসা

Last Updated:

এ কী হল ঝুমা বৌদির ? এই তো তিনি ঘুম কাড়ছিলেন ঠাকুরপোদের ৷ ঘুম কাড়ছেন এখনও ৷ তবে অন্যভাবে ৷ অশরীরী হয়ে ধুরে বেড়াচ্ছেন সেই বৌদি থুড়ি মোনালিসা থুড়ি বং সেনসেশন অন্তরা বিশ্বাস ৷

#মুম্বই: এ কী হল ঝুমা বৌদির ? এই তো তিনি ঘুম কাড়ছিলেন ঠাকুরপোদের ৷ ঘুম কাড়ছেন এখনও ৷ তবে অন্যভাবে ৷ অশরীরী হয়ে ঘুরে বেড়াচ্ছেন সেই বৌদি থুড়ি মোনালিসা থুড়ি বং সেনসেশন অন্তরা বিশ্বাস ৷
তবে ভাববেন না সত্যি সত্যিই এমন অস্বাভাবিক আচরণ করছেন তিনি ৷ এটা তো টিভির পর্দার গল্প ৷ কারণ হিন্দি ডেইলি সোপে ডেবিউ করতে চলেছেন মোনালিসা ৷ স্টার প্লাসে আসছে নতুন ধারাবাহিক ‘নজর’ ৷ আর সুপারন্যাচেরাল এই সিরিয়ালেই এবার দেখা যাবে মোনালিসাকে ৷
advertisement
advertisement
advertisement
ধারাবাহিকে তাঁর চরিত্রটির নাম ‘নিয়তি’ ৷ আর নিয়তির চরিত্রে প্রথম লুকেই ঘুম কেড়েছেন নায়িকা ৷ একদিকে লাল টুকটুকে গর্জিয়াস সিফন শাড়িতে মারকাটারি হট লাগছে তাঁকে ৷ অন্যদিকে আবার লম্বা চুলের বেনি, নীল ঘর অরণ্যের ঝমঝমে নিঃস্তব্ধতা, পাতার সরসরানি, মৃত পাখির ঝরে পড়া....সব মিলিয়ে ‘নজর’-এ আপনার নজর নিজের দিকে টেনে নেবেনই মোনালিসা ৷ এটা হলফ করে বলা যায় ৷
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
মাটিতে লম্বা বেনি লুটিয়ে অশরীরী হয়ে ঘুরছেন ‘ঝুমা বৌদি’ মোনালিসা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement