#মুম্বই: দেখুন দেখি কী কাণ্ডটাই না করে বসলেন বলিউডের জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর ৷ কারও কথায় কান না দিয়ে, একেবারে ঢোলের তালে নেচে উঠলেন ! গোটা কাণ্ডটা আবার ঘটল এক রেস্তোরাঁর ভিতরে!
ব্যাপারটা একটু খোলসা করা যাক ৷ মোনালি ঠাকুর বরাবরই বিন্দাস মেজাজের ৷ যখন যা ইচ্ছে করেন তিনি ৷ কারও কথাই কান দেন না৷ আর একবার যদি নাচতে ইচ্ছে করে তাঁর, তাহলে কে আটকাবে তাঁকে! এবারটিও তাই করলেন মোনালি ৷ যেই শুনলেন ঢোলের আওয়াজ, অমনি নাচতে শুরু করলেন ৷
আসলে এখন চলছে লোরি উৎসব ৷ আর সেই উৎসব উদযাপন করতেই শহরের এক রেস্তোরাঁয় বন্ধু-বান্ধব সহযোগে হাজির হয়েছিলেন মোনালি৷ যেই না রেস্তোরাঁর ভিতর বেজে উঠল ঢোল ! অমনি নেচে উঠলেন মোনালি ৷ আর সেই নাচের ভিডিও ইনস্টাগ্রামে আপলোড হতেই একেবারে ভাইরাল !
দেখুন সেই ভিডিও----
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dance video, Monali Thakur, Social Media, Viral