মানলেন না বাধা, রেস্তোরাঁর চেয়ারে উঠেই ‘ভাংড়া’ নাচলেন মোনালি !

Last Updated:

দেখুন দেখি কী কাণ্ডটাই না করে বসলেন বলিউডের জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর ৷

#মুম্বই: দেখুন দেখি কী কাণ্ডটাই না করে বসলেন বলিউডের জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর ৷ কারও কথায় কান না দিয়ে, একেবারে ঢোলের তালে নেচে উঠলেন ! গোটা কাণ্ডটা আবার ঘটল এক রেস্তোরাঁর ভিতরে!
ব্যাপারটা একটু খোলসা করা যাক ৷ মোনালি ঠাকুর বরাবরই বিন্দাস মেজাজের ৷ যখন যা ইচ্ছে করেন তিনি ৷ কারও কথাই কান দেন না৷ আর একবার যদি নাচতে ইচ্ছে করে তাঁর, তাহলে কে আটকাবে তাঁকে! এবারটিও তাই করলেন মোনালি ৷ যেই শুনলেন ঢোলের আওয়াজ, অমনি নাচতে শুরু করলেন ৷
আসলে এখন চলছে লোরি উৎসব ৷ আর সেই উৎসব উদযাপন করতেই শহরের এক রেস্তোরাঁয় বন্ধু-বান্ধব সহযোগে হাজির হয়েছিলেন মোনালি৷ যেই না রেস্তোরাঁর ভিতর বেজে উঠল ঢোল ! অমনি নেচে উঠলেন মোনালি ৷ আর সেই নাচের ভিডিও ইনস্টাগ্রামে আপলোড হতেই একেবারে ভাইরাল !
advertisement
advertisement
দেখুন সেই ভিডিও----
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
মানলেন না বাধা, রেস্তোরাঁর চেয়ারে উঠেই ‘ভাংড়া’ নাচলেন মোনালি !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement