চুরি হয়েছে ‘মহেঞ্জো দারো’, ক্ষেপে লাল পরিচালক !

Last Updated:

১৯৯৫ সালেই নাকি লেখা হয়ে গিয়েছিল ‘মহেঞ্জো দারো’ ছবির চিত্রনাট্য৷ আর চিত্রনাট্যটি লিখেছিলেন পরিচালক ও চিত্রনাট্যকর আকাশাদিত্য লামা ৷

#মুম্বই: ১৯৯৫ সালেই নাকি লেখা হয়ে গিয়েছিল ‘মহেঞ্জো দারো’ ছবির চিত্রনাট্য৷ আর চিত্রনাট্যটি লিখেছিলেন পরিচালক ও চিত্রনাট্যকর আকাশাদিত্য লামা ৷ সেই চিত্রনাট্য নিয়েই নাকি এত বছর পরে আশুতোষ গোয়ারিকর বানিয়ে ফেললেন ‘মহেঞ্জো দারো’ !
হৃত্বিক অভিনীত ‘মহেঞ্জো দারো’ ছবি নিয়ে এবার উঠল নতুন এই বিতর্ক ৷ পরিচালক আশুতোষ নাকি আকাশাদিত্যর চিত্রনাট্য চুরি করেই তৈরি করেছেন তাঁর এই ছবি ৷ চিত্রনাট্য কর আকাশাদিত্য সম্প্রতি জানিয়েছেন, ‘১৯৯৫ সালে হরপ্পা সভত্যা নিয়ে একটা স্ক্রিপ্ট লিখেছিলাম ৷ সেই চিত্রনাট্য হাতে নিয়েই প্রথমে মুম্বইয়ে কাজ খুঁজতে আসা ৷ সেই সময় বহু মানুষকেই চিত্রনাট্যটি শুনিয়েছিলাম৷ যার মধ্যে একজন ছিলেন আশুতোষের সহকারিও ৷ তিনি আমার কাছ থেকে চিত্রনাট্যটি নিয়ে যান আশুতোষকে পড়ানোর জন্য ৷ কিন্তু আশুতোষ জানিয়ে ছিলেন লাগানের পর তিনি আপাতত কোনও পিরিয়ড ছবি করবেন না ৷ তবে কিছু বছর আগে জানতে পারি, আশুতোষ হরপ্পা নিয়ে নতুন ছবি করছে ৷ সেটা শোনার পর আমি আশুতোষকে ইমেল করি ৷ সেই মেলের জবাব অবশ্য আশুতোষ দেননি ৷ তবে আমি জানতে পারি আশুতোষের মহেঞ্জো দারো ছবির চিত্রনাট্যের সঙ্গে আমার ছবির চিত্রনাট্যের প্রচুর মিল ৷ ’
advertisement
পরিচালক এই অভিযোগে আশুতোষ গোয়ারিকরে নামে মামলাও করেছেন মুম্বই কোর্টে ৷ ২৬ জুলাই রয়েছে এই মামলার শুনানি ! তবে ‘মহেঞ্জো দারো’ ছবির টিম এ ব্যাপারে কোনও ধরণের মন্তব্য করতে চায়নি ৷
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
চুরি হয়েছে ‘মহেঞ্জো দারো’, ক্ষেপে লাল পরিচালক !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement