ইতিহাসে ফেল করতেন আশুতোষ ! তাও ‘মহেঞ্জো দারো’ ?
Last Updated:
পরিচালক আশুতোষ গোয়াড়িকরের ‘মহেঞ্জো দারো’ মুক্তি পাবে অগস্ট মাসে ৷
#মুম্বই: পরিচালক আশুতোষ গোয়াড়িকরের ‘মহেঞ্জো দারো’ মুক্তি পাবে অগস্ট মাসে ৷ কিন্তু ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই এই ছবি নিয়ে শুরু হয়েছে নানা বিতর্ক ৷ কখনও গল্প চুরি তো কখনও, ইতিহাস বিকৃত করার অভিযোগ ৷ তাতে দেম যাননি পরিচালক আশুতোষ গোড়ারিকর ৷ মুম্বইয়ে ছবির প্রোমোশনের মাঝে বিন্দাস হয়ে উত্তর দিচ্ছেন নানা সোজা-বাঁকা প্রশ্নের ৷
সম্প্রতি ‘মহেঞ্জো দারো’ ছবির নায়ক হৃত্বিক রোশন ও ছবির নায়িকা পূজা হেগড়েকে সঙ্গে নিয়ে ছবির প্রোমোশন সেরে ফেললেন আশুতোষ গোয়ারিকর ৷ আর সেই প্রোমোশনের মাঝেই আশুতোষ স্পষ্ট জানিয়েদিলেন, ‘ছবির ট্রেলার দেখে পুরো ছবিকে বিচার করা উচিত হবে না ৷ আমি সব সময় সমালোচনা ভালোবাসি ৷ তাই সমালোচনা নিয়ে কোনও রকম ভীত নয় ৷ তবে একটা কথা বলব, ছবিটা আগে মুক্তি পাক, তারপর নয়, সমালোচনা করুন ! ’
advertisement
শুধু তাই নয়, ইতিহাস বিকৃত করার বিতর্ক নিয়েও মুখ খুললেন আশুতোষ ৷ স্পষ্ট জানালেন, ‘এই ছবিকে এক ভালোবাসার ছবি হিসেবে দেখুন ৷ যার প্রেক্ষাপট হরপ্পা সভ্যতা ৷’ আর সঙ্গে একটু রসিকাত যোগ করে আশুতোষ জানান, ‘আমি তারিখ, সাল মনে রাখতে পারি না ৷ তাই স্কুলে বরাবর ইতিহাসে ফেল করতাম ৷ ইতিহাস নিয়ে ছোটবেলা থেকেই বড্ড ভয় পাই !’
advertisement
advertisement
ইতিহাস থেকে গল্প ধার করে এর আগে আশুতোষ গোয়ারিকর দুটি ছবি তৈরি করেছিল ৷ আমির খানকে নিয়ে ‘লাগান’ ও হৃত্বিক রোশনকে নিয়ে ‘যোধা-আকবর’ !
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 13, 2016 7:17 PM IST