Raaj Kumar-Mithun Chakraborty: নবাগতদের নিয়ে ঠাট্টা করতেন রাজ কুমার! এই বাঙালি অভিনেতার কাছ থেকে পেয়েছিলেন ‘উচিত শিক্ষা’

Last Updated:

১৯৮৯ সালে মুক্তি পেয়েছিল ‘গলিয়োঁ কা বাদশা’ ছবি। তাতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী ও রাজ কুমারের মতো তাবড় অভিনেতারা। তবে ছবি হিট না হলেও এই ছবিটি চলাকালীন মিঠুন আর রাজ কুমারের যে বাদানুবাদ হয়েছিল, তা নিয়ে বিস্তর চর্চা হয়েছে।

মুম্বই: বি-টাউনের কিংবদন্তী অভিনেতাদের মধ্যে তিনি। এমনকী, বলিউডি নাচকে একটা আলাদা উচ্চতায় নিয়ে গিয়েছেন। একটা সময় একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়ে গিয়েছেন তিনি। কথা হচ্ছে, বলিউডের বাঙালি নায়ক মিঠুন চক্রবর্তীর! বলিউডের অন্দরে কান পাতলে শোনা যায়, এক বার অভিনেতা রাজ কুমারের দর্প ভেঙে চুরমার করে দিয়েছিলেন তিনি। এমনকী, উচিত শিক্ষাও দিয়েছিলেন অভিজ্ঞ অভিনেতাকে। আজ সেই গল্পই শুনে নেওয়া যাক।
রুপোলি দুনিয়ায় নিজের জন্য একটা পোক্ত জমি তৈরি করতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছিল মিঠুনকে। এত জনপ্রিয়তা, এত খ্যাতি কিংবা এত সাফল্য এক দিনে তৈরি হয়নি। ধীরে ধীরে নিজের জায়গা পাকা করেছিলেন তিনি। ১৯৮৯ সালে মুক্তি পেয়েছিল ‘গলিয়োঁ কা বাদশা’ ছবি। তাতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী ও রাজ কুমারের মতো তাবড় অভিনেতারা। তবে ছবি হিট না হলেও এই ছবিটি চলাকালীন মিঠুন আর রাজ কুমারের যে বাদানুবাদ হয়েছিল, তা নিয়ে বিস্তর চর্চা হয়েছে। এমনকী সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, ঝামেলা এতটাই খারাপ পর্যায়ে পৌঁছয় যে, পরিচালক শ্যুটিং বন্ধ রাখতে বাধ্য হন।
advertisement
advertisement
কিন্তু কী এমন ঝামেলা হয়েছিল? শোনা যায়, ওই ছবিতে ‘সিকন্দর’ নামের একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেছিলেন মিঠুন। সেই সময় বিষয়টি ভাল ভাবে নেননি সিনিয়র অভিনেতা রাজ কুমার। তিনি ওই প্রসঙ্গে তীর্যক মন্তব্য করে বলেছিলেন যে, মিঠুন চক্রবর্তীর মতো নতুন অভিনেতাদের ছবিতে নেওয়াই উচিত নয়। আর এই কথাটা মিঠুনের কানে যাওয়ার পর ক্ষুব্ধ হয়েছিলেন তিনি।
advertisement
মিঠুনের মনে হয়েছিল যে, রাজ কুমারের মতো বড় মাপের অভিনেতাদের কাছ থেকে এমন ব্যবহার একেবারেই প্রত্যাশিত নয়। তাই তিনিও পাল্টা দিয়েছিলেন। সিনিয়র হওয়া সত্ত্বেও রাজ কুমারের মুখের উপর সটান বলেছিলেন যে, “আজ হয়তো আমি নতুন বলে আপনি আমাকে নিয়ে ঠাট্টা করছেন, কিন্তু এক দিন আমিও খ্যাতির শীর্ষে থাকব।” এটা শুনে কোনও কথা বলেননি রাজ। খালি হেসেছিলেন এবং বলেছিলেন যে, মিঠুন অত্যন্ত উদ্ধত। এটা শোনার পরে একই ভঙ্গিতে মিঠুন রাজ কুমারকে একহাত নিয়ে একটা পরামর্শ দিয়ে বলেছিলেন, “আপনার মতো এক জন উদ্ধত অভিনেতার সঙ্গে কোনও তরুণ অভিনেতার কাজ করাই উচিত নয়।” স্বাভাবিক ভাবেই, এই কথাগুলির প্রভাব পড়েছিল রাজ কুমারের উপর। এর পর থেকে তিনি আর কখনওই কোনও তরুণ বা নবাগত অভিনেতাকে নিয়ে ঠাট্টা-তামাশা করেননি।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Raaj Kumar-Mithun Chakraborty: নবাগতদের নিয়ে ঠাট্টা করতেন রাজ কুমার! এই বাঙালি অভিনেতার কাছ থেকে পেয়েছিলেন ‘উচিত শিক্ষা’
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement