#কলকাতা: টলি পাড়ায় এখন বিয়ের মরশুম। শীত পড়তেই একের পর এক বিয়ের খবর সামনে আসতে শুরু করেছে। তবে তাঁর মধ্যে যে খবরে সবাই নজর রেখেছে তা হল মোস্ট এলিজেবল ব্যাচেলার অনির্বাণ ভট্টাচার্যর বিয়ে। কয়েক দিন আগেই খবর এসেছে বিয়ে করছেন তিনি। বান্ধবী মধুরিমা গোস্বামীর সঙ্গে ২৬ শে নভেম্বর বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। মাঝ খানে মাত্র আর একটা দিন। অনির্বাণ বর্তমানে সব থেকে বেশি জনপ্রিয়। তাঁর অভিনয় থেকে কথা বলার যাদুতে বিগলিত লাখ নারীর হৃদয়। এ হেন অর্নিবাণের বিয়েতে সোশ্যাল মিডিয়া জুড়ে মিমের ছড়াছড়ি। এবার সেই মিমে অংশ নিলেন সৃজিত পত্নী মিথিলা।
অর্নিবাণ ও সৃজিতের খুব ভালো বন্ধুর সম্পর্ক। তাঁরা এক সঙ্গে কাজও করেছেন। সৃজিত পরিচালিত ছবি 'দ্বিতীয় পুরুষ'-এ খোকার চরিত্রে অর্নিবাণের অভিনয় ছিল অসাধারণ। দাগ কেটেছিল সকলের মনে। অর্নিবাণের বিয়েতে জনা কয়েক মানুষ আমন্ত্রিত। সেখানে সৃজিত ও মিথিলা অবশ্যই থাকছেন। কিন্তু অর্নিবাণ বিয়ে করছেন বলে নাকি সৃজিতের দারুন মন খারাপ। এ কথা খোদ মিথিলায় বলছেন।
মিথিলার মজার মিম সে কথাই বলছে। তবে তা দেখে হাসির জোয়ার উঠেছে সোশ্যাল মিডিয়ায়। মিথিলা তাঁর ট্যুইটার অ্যাকাউন্টে একটি মিম শেয়ার করেছেন। যেখানে ছবিতে তিনটি মন খারাপ করা মেয়ের ছবির সঙ্গে রয়েছে সৃজিতেরও ছবি। যেখানে লেখা আছে 'অর্নিবাণদার বিয়ের খবর নিতে না পারা কয়েকজন।" এই ছবি শেয়ার করে মিথিলা লিখেছেন 'শুভেচ্ছা অর্নিবাণ।" এই মিম এখন হট কেকের মতো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।