Miss World 2023: দীর্ঘ অপেক্ষা শেষ, ২৭ বছর পর ফের ভারতে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আসর

Last Updated:

Miss World 2023: ৭১তম মিস ওয়ার্ল্ড বিশ্বসুন্দরী প্রতিযোগিতা ভারতে অনুষ্ঠিত হবে। সব আয়োজনও করবে দেশ।

২৭ বছর পর ফের ভারতে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আসর
২৭ বছর পর ফের ভারতে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আসর
কলকাতা: ফের ভারতে অনুষ্ঠিত হতে চলেছে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা। তবে মাঝে কেটে গিয়েছে ২৭ বছর। ৭১তম মিস ওয়ার্ল্ড বিশ্বসুন্দরী প্রতিযোগিতা ভারতে অনুষ্ঠিত হবে। সব আয়োজনও করবে দেশ। প্রায় ২৭ বছর পরে আবার এই সুন্দর মুহূর্তের সাক্ষী থাকবে দেশ। বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে ঘোষণা করা হয়।
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার অর্গানাইজেশনের চেয়ারপারসন এবং সিইও জুলিয়া মোর্লে বলেছেন, ‘৭১তম মিস ওয়ার্ল্ড ফাইনাল ভারতে অনুষ্ঠিত হবে৷ এবারে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার সমস্ত আয়োজন করবে ভারত’। ভারত এমন একটি দেশ যা ছ’বার মিস ওয়ার্ল্ডের শিরোপা জিতেছে। ১৯৬৬ সাল থেকে ভারতীয় সুন্দরীরা বিশ্বসুন্দরীর মুকুট পরেছেন। ১৯৬৬ সালে ভারতীয় মিস ওয়ার্ল্ড বিজয়ী ছিলেন রীতা ফারিয়া। ১৯৮৮ সালে ঐশ্বর্য রাই, ১৯৯৭ সালে ডায়ানা হেডেন, ১৯৯৯ সালে যুক্তামুখী, ২০০০ সালে জেতেন প্রিয়াঙ্কা চোপড়া এবং ২০১৭ সালের বিজয়ী মানুষী চিল্লার।
advertisement
advertisement
আরও পড়ুন: করমণ্ডল দুর্ঘটনার পর বিরাট সিদ্ধান্ত রেলের! রেলে যাঁরা চাকরি করেন, তাঁদের জন্য বড় খবর
জুলিয়া মোর্লে আরও বলেছেন, ‘আমি প্রায় ৩০ বছর আগে এই দেশে প্রথমবার আসি। তারপর থেকেই ভারত আমার হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। আমরা বিশ্বের সঙ্গে এই দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি ভাগ করে নিতে বেশ উত্তেজিত। মিস ওয়ার্ল্ড লিমিটেড এবং পিএমই এন্টারটেইনমেন্ট মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতাকে আকর্ষণী এবং দর্শনীয় করে তুলতে একসঙ্গে কাজ করবে।’
advertisement
আরও পড়ুন: ডাক সকাল এগারোটায়, পৌঁছলেন সাড়ে বারোটায়! রুজিরার দেড় ঘণ্টা দেরিতে লুকিয়ে কোন রহস্য?
এবারের প্রতিযোগিতায় ১৩০ জন জাতীয় চ্যাম্পিয়ন তাঁদের নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন। তাঁরা সবাই এক মাস এখানে থাকবেন। ভারতের নানা জায়গা ঘুরে দেখার সুযোগও দেওয়া হবে তাঁদের। পরিচয় করানো হবে ভারতীয় সংস্কৃতির সঙ্গে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Miss World 2023: দীর্ঘ অপেক্ষা শেষ, ২৭ বছর পর ফের ভারতে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আসর
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement