Mishmee Das: ‘ক্লিপটা খুলে দিলেই একেবারে খোলা!’ সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করে ট্রোলড মিশমি

Last Updated:

ফের সামাজিক মাধ্যমে সাহসী মিশমি (Mishmee Das)

কলকাতা : ফের সামাজিক মাধ্যমে সাহসী মিশমি (Mishmee Das)  ৷ এ বার তিনি ছবি দিলেন চাপা পোশাকে উন্মুক্ত পিঠের ৷ শুধুই পিঠ নয় অবশ্য ৷ ট্যাটুচিত্রিত পিঠ ৷ একই ছবিতে নিন্দিত ও নন্দিত বাংলার এই জনপ্রিয় নায়িকা ৷
নিষ্কৃতি পাননি ট্রোলারদের থেকেও ৷ কেউ মন্তব্যবাক্সে লিখেছে, ‘পিছন থেকে ক্লিপটা খুলে দিলেই একেবারে খোলা ৷ কী দরকার এসব ছবির?’ কেউ আবার পড়েছেন তাঁর অন্তর্বাস নিয়ে! অবশ্য এই প্রথম নয় ৷ এর আগেও খোলা পিঠের ছবি শেয়ার করে সমালোচিত হয়েছেন মিশমি ৷ তবে ট্রোলিংকে গুরুত্ব দিয়ে পিছপা হওয়ার পাত্রী নন তিনি ৷ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার স্বপ্ন মুলতুবি রেখে চলে এসেছিলেন বিনোদন দুনিয়ায় ৷ মডেলিং-এর সূত্রে প্রথম অভিনয়ের সুযোগ ২০১৪ সালে, ‘রাজযোটক’ ধারাবাহিকে ৷ এর পর ‘প্রেমের ফাঁদে’, ‘গাছকৌটো’, ‘ফাগুন বউ’-সহ একাধিক ধারাবাহিকে ছোট-বড় ভূমিকায় অভিনয় করেছেন তিনি ৷
advertisement
advertisement
তাঁকে অনেকদিন নামভূমিকায় দেখা যাচ্ছে না, এই অনুযোগও ভক্তরা করেছেন মিশমির ছবির নীচে ৷ তাঁদের অনুযোগের উত্তরই হয়তো  ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ এবং ‘রিশতোঁ কা মাঞ্ঝা’ ধারাবাহিক দু’টি ৷
‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে তিনি খলনায়িকা ৷ আপ্রাণ চেষ্টা করছেন সাত্যকি-ঊর্মির দাম্পত্য বিষময় করে তোলার ৷ একইসঙ্গে চলছে হিন্দি ধারাবাহিকের কাজও ৷ সুশান্ত দাসের প্রথম হিন্দি ধারাবাহিক ‘রিশতোঁ কা মাঞ্ঝা’-তে তিনি টিনা ৷ ‘দীপ জ্বেলে যাই’-এর হিন্দি সংস্করণ এই ধারাবাহিকে তাঁর বিপরীতে আছেন ক্রুশল আহুজা ৷
advertisement
এর আগে মুম্বইয়ে ধারাবাহিক, ওয়েব সিরিজ-সহ একাধিক ক্ষেত্রে কাজ করেছেন ৷ বাবার অসুস্থতার জন্য তাঁকে ফিরে আসতে হয় কলকাতায় ৷ হিন্দি ও বাংলা দুই ভাষায় একসঙ্গে কাজের ব্যস্ত সূচিতে পা রেখে খুশি মিশমি ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mishmee Das: ‘ক্লিপটা খুলে দিলেই একেবারে খোলা!’ সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করে ট্রোলড মিশমি
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement