Mishmee Das: ‘ক্লিপটা খুলে দিলেই একেবারে খোলা!’ সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করে ট্রোলড মিশমি
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
ফের সামাজিক মাধ্যমে সাহসী মিশমি (Mishmee Das)
কলকাতা : ফের সামাজিক মাধ্যমে সাহসী মিশমি (Mishmee Das) ৷ এ বার তিনি ছবি দিলেন চাপা পোশাকে উন্মুক্ত পিঠের ৷ শুধুই পিঠ নয় অবশ্য ৷ ট্যাটুচিত্রিত পিঠ ৷ একই ছবিতে নিন্দিত ও নন্দিত বাংলার এই জনপ্রিয় নায়িকা ৷
নিষ্কৃতি পাননি ট্রোলারদের থেকেও ৷ কেউ মন্তব্যবাক্সে লিখেছে, ‘পিছন থেকে ক্লিপটা খুলে দিলেই একেবারে খোলা ৷ কী দরকার এসব ছবির?’ কেউ আবার পড়েছেন তাঁর অন্তর্বাস নিয়ে! অবশ্য এই প্রথম নয় ৷ এর আগেও খোলা পিঠের ছবি শেয়ার করে সমালোচিত হয়েছেন মিশমি ৷ তবে ট্রোলিংকে গুরুত্ব দিয়ে পিছপা হওয়ার পাত্রী নন তিনি ৷ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার স্বপ্ন মুলতুবি রেখে চলে এসেছিলেন বিনোদন দুনিয়ায় ৷ মডেলিং-এর সূত্রে প্রথম অভিনয়ের সুযোগ ২০১৪ সালে, ‘রাজযোটক’ ধারাবাহিকে ৷ এর পর ‘প্রেমের ফাঁদে’, ‘গাছকৌটো’, ‘ফাগুন বউ’-সহ একাধিক ধারাবাহিকে ছোট-বড় ভূমিকায় অভিনয় করেছেন তিনি ৷
advertisement
advertisement
তাঁকে অনেকদিন নামভূমিকায় দেখা যাচ্ছে না, এই অনুযোগও ভক্তরা করেছেন মিশমির ছবির নীচে ৷ তাঁদের অনুযোগের উত্তরই হয়তো ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ এবং ‘রিশতোঁ কা মাঞ্ঝা’ ধারাবাহিক দু’টি ৷
‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে তিনি খলনায়িকা ৷ আপ্রাণ চেষ্টা করছেন সাত্যকি-ঊর্মির দাম্পত্য বিষময় করে তোলার ৷ একইসঙ্গে চলছে হিন্দি ধারাবাহিকের কাজও ৷ সুশান্ত দাসের প্রথম হিন্দি ধারাবাহিক ‘রিশতোঁ কা মাঞ্ঝা’-তে তিনি টিনা ৷ ‘দীপ জ্বেলে যাই’-এর হিন্দি সংস্করণ এই ধারাবাহিকে তাঁর বিপরীতে আছেন ক্রুশল আহুজা ৷
advertisement
এর আগে মুম্বইয়ে ধারাবাহিক, ওয়েব সিরিজ-সহ একাধিক ক্ষেত্রে কাজ করেছেন ৷ বাবার অসুস্থতার জন্য তাঁকে ফিরে আসতে হয় কলকাতায় ৷ হিন্দি ও বাংলা দুই ভাষায় একসঙ্গে কাজের ব্যস্ত সূচিতে পা রেখে খুশি মিশমি ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 19, 2021 11:48 AM IST