Mirzapur Cinema: মির্জাপুর এবার বড় পর্দায়? কালীন ভাইয়ার ভূমিকায় পঙ্কজ ত্রিপাঠীর বদলে 'এই' বলি সুপারস্টার!
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
মির্জাপুর সিনেমায় কালীন ভাইয়ার চরিত্রে অভিনয়ের জন্য বলিউড অভিনেতা হৃতিক রোশনের নাম ভাবা হচ্ছে!
মুম্বই : মির্জাপুর সিনেমায় কালীন ভাইয়ার চরিত্রে অভিনয়ের জন্য বলিউড অভিনেতা হৃতিক রোশনের নাম ভাবা হচ্ছে! হ্যাঁ, আপনি ঠিকই পড়ছেন। ব্যাপারটা আলোচনায় পর্যায়ে থাকলেও জানা গিয়ে হৃতিকে নামই আলোচনার শীর্ষে। সব ঠিক থাকলে তারকা বলি অভিনেতাকেই পঙ্কজ ত্রিপাঠীর বদলে বড় পর্দায় এই আইকনিক চরিত্রে দেখা যাবে।
মির্জাপুরের পরিচালক গুরমিত সিং এই প্রসঙ্গে মুখ খুলেছেন৷ তিনি জানিয়েছেন, “এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। প্রযোজক এবং স্টুডিও সঙ্গে যাঁরা জড়িত রয়েছেন, তাঁরা এই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেবেন। তারপর সবকিছু পরিষ্কার হবে। এই মুহুর্তে তাই আমি বিষয়টি নিয়ে কিছু বলতে পারব না৷”
advertisement
advertisement
গুরমিত আরও জানিয়েছেন, “হৃতিক কালীন ভাইয়ার চরিত্রে অভিনয় করবেন কি না, সেটা নিয়েও একই প্রতিক্রিয়া প্রযোজ্য৷ যতক্ষণ না ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিছু বলছেন, আমি কিছু বলতে করতে পারব না”।
advertisement
হৃত্বিকের জনপ্রিয় কালীন ভাইয়ার চরিত্রে অভিনয় করার সম্ভাবনার ব্যাপারটা প্রকাশ্য়ে আসতেই বিতর্ক শুরু৷ নেটিজনরা ব্যাপারটা ভালোভাবে নেয়নি। অনেকে জানিয়েছেন,. হৃতিকের কালীন ভাইয়া চরিত্রে অভিনয় করার ব্যাপারটা মেনে নেওয়া যাওয়া৷ অনেকে এমনও বলেছেন, পঙ্কজ ত্রিপাঠি নিজেই যখন এই চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন, তখন সিনেমায় তাঁকেই কেন এই চরিত্রে ভাবা হচ্ছে৷ এবং একই প্রশ্ন থাকবে বাকি চরিত্রগুলির ক্ষেত্রেও৷ অনেকে আবার বলিউডের সমালোচনাও করেছেন৷ তারা জানিয়েছেন, “বলিউডের এটাই স্বভাব। যখনই কোন চরিত্র জনপ্রিয় হয়ে যায়, তখনই সেটিকে সেই আসল অভিনেতার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়। ব্যাপারটা নতুন নয়, আগেও বহুবার হয়েছে৷”
advertisement
যাঁকে নিতে এত আলোচনা তিনি কী বলছেন? মির্জাপুরের কালীন ভাইয়া-খ্যাত পঙ্কজ ত্রিপাঠী এখনও এই গুজবের প্রতিক্রিয়া দেননি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 12, 2024 3:44 PM IST