সব পুরুষ-ই কি শাহিদের মতো ? কেন এমনটা জানতে চাইলেন মীরা ?

Last Updated:

ওয়ার্ক-আউটের পর খানিক বিশ্রাম নিচ্ছিলেন শাহিদ। সেই ফাঁকেই তাঁর ঘরের ছবি তোলেন মীরা। সেখানেই ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায় জুতো ও মোজা

এই সেরেছে! সব পুরুষ-ই শাহিদের মতো হয় কি না এটা কেন জানতে চাইছেন মীরা?
এই সেরেছে! সব পুরুষ-ই শাহিদের মতো হয় কি না এটা কেন জানতে চাইছেন মীরা?
#মুম্বই: ঘরময় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে জুতো। কোথাও আবার দেখা যাচ্ছে পড়ে আছে দু' পাটি মোজা। অন্য যে কোনও গৃহকোণে মুহূর্তে সাংসারিক অশান্তি শুরু হওয়ার কথা। কিন্তু তাঁরা সেলিব্রিটি। আচরণটা তাই খানিক উলটো। ঝগড়ার পরিবর্তে নিজের Instagram আ্যাকাউন্টে স্বামীর অগোছালো আচরণের ছবি ছাড়লেন অভিনেতা শাহিদ কাপুরের (Shahid Kapoor) স্ত্রী মীরা রাজপুত (Meera Rajput)। পর্দার কবীর সিং (Kabir Singh) বাস্তবের জমিতে যে কতটা অগোছালো, তা ভক্তদের কাছে তুলে ধরতেই ওই ছবি ভাগ করে নেন মীরা।
শাহিদ-পত্নী মীরা সোশ্যাল মিডিয়ায় বেশ আ্যাকটিভ। মাঝেসাঝেই নিজের ছবি ভাগ করে নেন নেট মাধ্যমে। স্বামীর সঙ্গেও প্রচুর ছবি রয়েছে তাঁর। তবে শুক্রবার যে ছবি তিনি দিয়েছেন, তাতে মিশে রয়েছে কিঞ্চিৎ অনু্যোগের সুর। ওয়ার্ক-আউটের পর খানিক বিশ্রাম নিচ্ছিলেন শাহিদ। সেই ফাঁকেই তাঁর ঘরের ছবি তোলেন মীরা। সেখানেই ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায় জুতো ও মোজা। বলাই বাহুল্য, এই প্রতিটি জিনিস আসলে শাহিদের। সেই ছবি দিয়েই মীরার অনু্যোগ 'সব পুরুষই কি এই রকম হয়?'
advertisement
জুতো-মোজা নিয়ে মীরার বাতিকের কথা অনেকেই জানেন। এর আগে শাহিদের ভাই ঈশান খট্টরও (Ishaan Khattar) সে বিষয়ে আলোকপাত করেছেন। ধড়ক (Dhadak) খ্যাত এই অভিনেতা নেহা ধুপিয়ার (Neha Dhupia) রিয়েলিটি শো নো ফিল্টার ফর নেহায় (No Filter For Neha) জানিয়েছিলেন যে তাঁর বৌদি মীরা জুতো-মোজার ব্যাপারে আদ্যন্ত পরিপাটি। ঘরের মাঝাখানে জুতো-মোজা খোলা তীব্র না-পসন্দ মীরার। ঈশানকে তাই জুতো খুলতে হয় ঘরের নির্দিষ্ট একটি কোণে।
advertisement
advertisement
শাহিদ-মিরার বিয়ে হয় ২০১৫ সালে। বর্তমানে তাঁদের দুই সন্তান মিশা কাপুর (Misha Kapoor) ও জাইন কাপুর (Zain Kapoor)। সোশ্যাল মিডিয়ায় নিজের একাধিক কার্যক্রম ভাগ করে নেন মীরা। প্রাত্যহিক কাজের রুটিনও মেলে সেই কার্যকলাপে । আর সে সবের ফাঁকে উঠে আসে নানান চমৎকার ভিডিও৷ নিজের মেক-আপের জন্য বিউটি ব্লেণ্ডার খুঁজতে গিয়ে একবার হয়রান হয়েছিলেন মীরা৷ শেষমেষ সেই ব্লেণ্ডার পাওয়া গিয়েছিল জাইনের সুইমিং পুল থেকে। যা নিয়ে হতভম্ব মীরা তাঁর অনুগামীদের প্রশ্ন করেন, 'সব মাকেই কি এমন পরিস্থিতির মধ্যে পড়তে হয়?'
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সব পুরুষ-ই কি শাহিদের মতো ? কেন এমনটা জানতে চাইলেন মীরা ?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement