Mira Rajput to Shahid Kapoor: ‘রাতের মিষ্টি পেয়ে গিয়েছি’! শাহিদকে দেখে এ কেমন মন্তব্য মীরার!

ভিডিওটিতে শাহিদের বিভিন্ন ফটোশুট এবং ইভেন্টের কোলাজে বানানো হয়েছে। ব্যাকগ্রাউন্ডে চলছে জলেবি বাই (Jalebi bai) গানটি।

ভিডিওটিতে শাহিদের বিভিন্ন ফটোশুট এবং ইভেন্টের কোলাজে বানানো হয়েছে। ব্যাকগ্রাউন্ডে চলছে জলেবি বাই (Jalebi bai) গানটি।

  • Share this:

#মুম্বই: করোনার কারণে সকলেই এখন ঘরবন্দি। আর এই বন্দিদশায় অনেকেই ব্যস্ত নেটদুনিয়ায়। কাজের ফাঁকে কেউ যেমন ইন্টারনেটের মাধ্যমে সিনেমা, ওয়েব সিরিজ দেখছেন, তেমন কেউ কেউ ব্যস্ত Facebook, Twitter-এর মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। ব্যতিক্রম নন শাহিদ কাপুরের (Shahid Kapoor) পত্নী মীরা রাজপুতও (Mira Rajput Kapoor)। নেটদুনিয়ায় স্ক্রল করতে করতে তাঁর চোখে পড়েছে স্বামীর ফ্যানমেড একটি ভিডিও। যা তাঁর এতটাই পছন্দ হয়েছে যে নিজের Instagram হ্যান্ডেলে সেটি শেয়ার করেছেন।

ভিডিওটিতে শাহিদের বিভিন্ন ফটোশুট এবং ইভেন্টের কোলাজে বানানো হয়েছে। ব্যাকগ্রাউন্ডে চলছে জলেবি বাই (Jalebi bai) গানটি। ফ্যানমেড ভিডিওটি যেমন শাহিদ শেয়ার করেছেন, তেমনই আবার তাঁর স্ত্রী Instagram Story আপলোড করে লিখেছেন, 'আজ রাতের মিষ্টি পেয়ে গিয়েছি'। মীরার এই ক্যাপশন আপাতত ভাইরাল নেটদুনিয়ায়। প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় মীরা রাজপুত। সম্প্রতি তিনি Instagram Story-তে সন্তানদের কীর্তি আপলোড করেছিলেন। যেখানে দেখা গিয়েছিল মীশা (Misha) এবং জাইন (Zain) তাদের মায়ের জন্য স্যালাড বানিয়েছে। ক্যাপশনে শাহিদপত্নী লিখেছিলেন, "বাচ্চারা আমার জন্য নিজেদের হাতে স্যালাড বানিয়েছে খাইয়েছে। নিশ্চয়ই আমি কিছু ভালো করেছি।"

উল্লেখ্য, ২০১৫ সালে শাহিদের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন মীরা রাজপুত। দু'জনের বয়সের ব্যবধান ছিল ১৩ বছরের। বিয়ের সময় মীরার বয়স ছিল মাত্র ২০ বছর। যা নিয়ে সেই সময় রীতিমতো সমালোচনা শুরু করেছিল নেটিজেনরা। যদিও সে সবে বিশেষ কান দেননি শাহিদ এবং মীরা। ২০১৬-তে তাঁদের প্রথম কন্যাসন্তান হয়, যাঁর নাম মিশা। এর পর ২০১৮ সালে দ্বিতীয় সন্তানের জন্ম দেন শাহিদ-পত্নী। জাইনের জন্ম হয় মীরার জন্মদিনের দু'দিন আগে। আপাতত ভরা সংসার নিয়ে বেশ সুখেই কাটাচ্ছেন শাহিদ এবং মীরা।

অভিনেতা শাহিদ কাপুরের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি কবীর সিং (Kabir Singh)ব ক্সঅফিসে চুড়ান্তভাবে সফল। আর তার পরেই আরও একটি দক্ষিণী ছবির রিমেকে কাজ করছেন তিনি। আপকামিং এই সিনেমার নাম জার্সি (Jersey)। যদিও ছবিটির শুটিং বর্তমানে করোনার কারণে থমকে গিয়েছে। সেই কারণে পিছিয়েছে মুক্তির দিন। এছাড়া শাহিদের হাতে আছে একাধিক বিগবাজেটের প্রোজেক্ট।

Published by:Siddhartha Sarkar
First published: