ছবি শেয়ার করা থেকে বিরত, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর জন্য রক্তদান মীরের

Last Updated:

নিজের এই উদ্যোগে কথা তিনি শেয়ারও করেননি সামাজিক মাধ্যমে ৷ যে সংস্থার উদ্যোগে রক্তদানের আয়োজন, তারা নিজেদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে সঞ্চালকের ছবি ৷

কলকাতা : প্রচারের আলো থেকে দূরেই এক থ্যালাসেমিয়া রোগীর জন্য রক্তদান করলেন মীর ৷ নিজের এই উদ্যোগের কথা তিনি শেয়ারও করেননি সামাজিক মাধ্যমে ৷ যে সংস্থার উদ্যোগে রক্তদানের আয়োজন, তারা নিজেদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে সঞ্চালকের ছবি ৷
তাদের পোস্ট থেকেই জানা যাচ্ছে, মীর রক্তদান করেছেন একরত্তি দীপ হালদারের জন্য ৷ ছোট থেকেই দীপ থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৷ অসুস্থ সন্তানের দায়িত্ব নিতে চাননি বাবা মা ৷ দীপকে তাঁরা ফেলে গিয়েছেন দাদু দিদিমার কাছে ৷ রিকশাচালক দাদু এবং পরিচারিকা দিদা আগলে রেখেছেন দীপকে ৷ থ্যালাসেমিক হওয়ার কারণে তাকে মাঝে মাঝেই রক্ত দিতে হয় ৷
advertisement
advertisement
গত বছর লকডাউনে দীপকে নিয়ে সোনারপুর থেকে কলকাতা এসেছিলেন তার দাদু দিদিমা ৷ রক্তের সন্ধানে ৷ সুস্থতার লক্ষ্যে ৷ এ বারও লকডাউনে নাতিকে নিয়ে আসতে হয়েছে তাঁদের ৷ রক্ত দিতে হবে খুদে দীপকে ৷ কিন্তু লকডাউন ও কোভিড পরিস্থিতি মিলিয়ে চারদিকে রক্তসঙ্কট ৷ আর্ত দীপের পাশে এসে দাঁড়ালেন মীর ৷ জনপ্রিয় রেডিয়ো সঞ্চালকের এই মানবিক আচরণে মুগ্ধ নেটিজেনরা ৷
advertisement
মীর একা নন৷ তাঁর মতো খ্যাতনামীই এগিয়ে এসেছেন বিপন্ন মানুষের পাশে ৷ ইতিমধ্যেই রক্তদান করেছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী এবং গায়িকা ইমন চক্রবর্তী ৷ বিনোদন জগতের তারাদের এই অচেনা নতুন আলোকে উচ্ছ্বসিত স্বাগত জানিয়েছেন নেটিজেনরা ৷ তারকাদের এই উদ্ভাসে কিছুটা হলেও ফিকে হয়েছে অতিমারির আঁধার ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
ছবি শেয়ার করা থেকে বিরত, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর জন্য রক্তদান মীরের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement