#কলকাতা: ঘটা করে বিয়ে করলেন রাজ-শুভশ্রী ৷ ফোটোয় ছয়লাপ সোশ্যাল মিডিয়া ৷ শুভশ্রীর একের পর এক ছবি পোস্ট করছেন রাজ ৷ স্ত্রীকে চোখে হারাচ্ছেন তিনি ৷ সব বাধা কাটিয়ে একে অপরকে কাছে টেনে নিলেন রাজ-শুভশ্রী ৷ বিয়ের বন্ধনে জড়ালেন তাঁরা ৷ এরই মাঝে ঢু মারা গেল মিমির ইনস্টাগ্রামে ৷ কারণ রাজের প্রাক্তণকে নিয়েই তৈরি হয়েছিল জটিলতা ৷ মিমি যেন বড্ড একা ৷
কিছুদিন আগে সিঙ্গাপুরে ঘুরে এসেছেন তিনি ৷ নিজের সঙ্গে সময় কাটাচ্ছিলেন ৷ এমনকি যেদিন রাজ-শুভশ্রীর বিয়ে নিয়ে শোরগোল পড়ে গেল টলিউডে, সেদিন তিনি ছিলেন নিঃসঙ্গ ৷ তবে এভাবে তো চলে না ৷ জানেন এই অভনেত্রী৷ তাই বুকে পাথর নিয়েও যেন হাসি মুখে ছবি মিমির ৷ বলেছেন 'হ্যাপি ফেসেস আর দ্য প্রিটিয়েস্ট' ৷ হেসেই সবকিছু ভুলিয়ে দেওয়ার চেষ্টায় মিমি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mimi Chakraborty, Raj subhashree, Raj subhashree mimi, SnR, রাজ-শুভশ্রী