Mimi Chakraborty: চিকুর স্মৃতিতে আজও মন কাঁদে মিমির, জন্মদিনে স্মারক-সৌধে একাকী স্মৃতিচারণের ভিডিও ভাইরাল

Last Updated:

Mimi Chakraborty: ২০২১ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে চিকুর। বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামে চিকুর সৌধের ভিডিও শেয়ার করেছেন মিমি চক্রবর্তী।

চিকুর স্মৃতিসৌধে মিমি
চিকুর স্মৃতিসৌধে মিমি
কলকাতা: প্রিয় পোষ্য চিকুকে চিরতরে হারিয়েছেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। চিকুকে ‘ছেলে’ সম্বোধন করেন মিমি। নিজেকেও বরাবর চিকুর মা বলে থাকেন। গত ১৪ নভেম্বর চিকুর জন্মদিন ছিল। ২০২১ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে চিকুর। বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামে চিকুর সৌধের ভিডিও শেয়ার করেছেন মিমি।
একাকী চিকুর সৌধে ফুল, মোমবাতি, ধূপকাঠি নিয়ে স্মৃতিচারণ করেন মিমি। ইনস্টাগ্রামে সেই ভিডিও ভাইরাল হয়েছে। ২০২১ সালের এপ্রিল মাসে মিমির দীর্ঘদিনের সঙ্গী চিকু ক্যান্সারে মারা যায়। সেই সময় খুবই ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সেই কথা তিনি জানিয়েও ছিলেন। শিশুদিবসে চিকুর জন্মদিনে স্মৃতিসৌধ তৈরি করেছেন মিমি।
advertisement
advertisement
আরও পড়়ুন: চিচিঙ্গা চেনেন? চিনে অবশ্যই সবজিটি খাওয়া শুরু করুন! ডায়াবেটিস থেকে দেহের চর্বি; সব কমবে
এদিন ইনস্টাগ্রামে সেই সৌধের ভিডিও শেয়ার করেছেন মিমি। ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘তুমি যেখানেই থাকো আমার ছেলে, মা তোমাকে ভালবাসে। রামধনু সেতুর ওপারে দেখা হবে।’ সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে নজর কেড়েছে এই ভিডিওটি। নেটিজেনের অনেকেই চিকু ও মিমির ভালবাসাকে সম্মান জানিয়ে পোস্ট করেছেন। চিকুর মৃত্যুর শোক কাটিয়ে উঠতে জুনিয়ার চিকুকে কিছুদিন আগে নিয়ে এসেছেন নিজের কাছে। এছাড়াও আছে ম্যাক্স। দুই ছেলে নিয়েই মিমির বর্তমান সংসার।
advertisement
পশুর স্মারক সৌধ দেখিনি বলেও অনেকেই পশুপ্রেমী মিমির প্রশংসা করেছেন। ১৪ নভেম্বরও বেশ কয়েকটি ছবি শেয়ার স্টোরিতে শেয়ার করেছিলেন মিমি। সেখানে দেখা গিয়েছিল চিকুর জন্মদিন পালন করা হচ্ছে। সামনে কেক রাখা, চিকুর মাথায় বার্থডে চুপি। এই ছবিতে মিমি লেখেন, শুভ জন্মদিন আমার রোদের মতো উজ্জ্বল ছেলে। তুমি যেখানেই থাক না কেন তোমার মা তোমাকে মিস করছে খুব।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mimi Chakraborty: চিকুর স্মৃতিতে আজও মন কাঁদে মিমির, জন্মদিনে স্মারক-সৌধে একাকী স্মৃতিচারণের ভিডিও ভাইরাল
Next Article
advertisement
Jerusalem Bus Attack: বাসের ভিতরে এলোপাথাড়ি গুলি, জেরুজালেমের রাস্তায় ভয়ঙ্কর দৃশ্য, পর পর মৃত্যু! ইজরায়েলের হুঁশিয়ারির বদলা নিল হামাস?
বাসের ভিতরে এলোপাথাড়ি গুলি, জেরুজালেমে বড়সড় হামলা, মৃত্যু! হুঁশিয়ারির বদলা নিল হামাস?
  • জেরুজালেমে বাসে বড়সড় হামলা৷

  • মৃত অন্তত ৪, আহত ১৫৷

  • ইজরায়েলের হুঁশিয়ারির পরই বদলা নিল হামাস?

VIEW MORE
advertisement
advertisement