Mimi Chakraborty : বৃন্দাবনে গিয়ে বিপদে মিমি! রাস্তাতেই ছুটলেন খালি পায়ে, আর একটু হলেই খোয়া যাচ্ছিল তাঁর প্রিয় জিনিস
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
মিমি চক্রবর্তী বেড়াতে গিয়েছিলেন বৃন্দাবনে। সঙ্গে গিয়েছেন তাঁর বাবা-মা। সেখানে গিয়ে রং মেখে ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী। কিন্তু তার মধ্যেই খোয়া যাচ্ছিল অভিনেত্রীর দামী রোদ চশমা।
বৃন্দাবন: মিমি চক্রবর্তী বেড়াতে গিয়েছিলেন বৃন্দাবনে। সঙ্গে গিয়েছেন তাঁর বাবা-মা। সেখানে গিয়ে রং মেখে ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী। কিন্তু তার মধ্যেই খোয়া যাচ্ছিল অভিনেত্রীর দামী রোদ চশমা। সেই ভিডিওই স্যোশাল মিডিয়ায় শেয়ার করে নিলেন অভিনেত্রী।
বৃন্দাবনের অলিতে গলিতে নানা সময়ই বাঁদর চোখে পড়ে। মিমির শেয়ার করা ভিডিওতেও তেমনি একটি বাঁদরকে দেখা যায়। মন্দির চত্ত্বরে সে ঘুরে বেড়াচ্ছিল। সে মূলত খাবারের জন্য ঘুরছিল। সেই রকমই একটি বাঁদর হঠাৎই মিমির মায়ের চশমা নিয়ে দেয় চম্পট। আর তার পিছন পিছন খালি পায়ে দৌড় দেয় অভিনেত্রীও। তারপর অবশ্য চলে নানা সাধ্য-সাধনা। কিন্তু সে সহজে চশমা দেওয়ার পাত্র নয়। শেষে বিস্কুটের বিনিময়ে সেটি ফেরত পওয়া যায়।
advertisement
advertisement
advertisement
এই সময় অভিনেত্রী বলে, ‘সানগ্লাস কিঁউ লে লিয়া মেরা, ইয়ে খানে লাইক চিজ থোড়ি হ্যায়। মেরে চশমা দে দে ইয়ার’। চশমা ফেরত পেতেই, হো হো করে হেসে ওঠেন মিমি। তাঁর ভিডিও কমেণ্টে স্বস্তিকা দত্ত লিখেছেন, ‘একী একী!’ কারোর মন্তব্য, ‘বৃন্দাবনে এটা খুবই সাধারণ বিষয়। আমিও এমন ঘটনার মুখোমুখি হয়েছি। তবে সেল ফোন নিয়ে সাবধান!’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 23, 2024 8:58 PM IST