Mimi Chakraborty: ‘ভালবাসা ভালবাসাই’, বেড়াজাল ভাঙা রামধনু রঙা প্রেমের উদযাপনে তারকা সাংসদ

Last Updated:

‘প্রাইড মাস’ উদযাপনে সামিল হলেন তারকা সাংসদ ৷ সামাজিক মাধ্যমে বার্তা দিলেন ভালবাসা কোনও নির্দিষ্ট লিঙ্গ বা পরিচয়ের বেড়াজাল মানে না ৷

কলকাতা : রামধনু রঙের হৃদয়চিহ্ন আঁকা কফিমাগের ইমোজি থেকে ধোঁয়া বলছে, ‘ভালবাসা ভালবাসাই’ ৷ হাসিমুখে সে দিকেই তাকিয়ে মিমি চক্রবর্তী ৷ এ ভাবেই ‘প্রাইড মাস’ উদযাপনে সামিল হলেন তারকা সাংসদ ৷ সামাজিক মাধ্যমে বার্তা দিলেন ভালবাসা কোনও নির্দিষ্ট লিঙ্গ বা পরিচয়ের বেড়াজাল মানে না ৷
মিমির পোস্ট ঘিরে অনুরাগীরা উচ্ছ্বসিত ৷ তাঁর সুরে সুর মিলিয়ে নেটিজেনরা বলেছেন, ভালবাসা হল নিখাদ ভালবাসাই ৷ মিমির মতো অনেক তারকাই সামিল হয়েছেন বিশেষ এই মাস ঘিরে উদযাপনে ৷
advertisement
আন্তর্জাতিক মঞ্চে এলজিবিটি আন্দোলনে জুন মাসের গভীর তাৎপর্য ৷ বেশিরভাগ দেশেই ২৮ জুনকে ‘প্রাইড ডে’ বলে পালন করা হয় ৷ এই দিনেই ১৯৭০ সালে প্রথম ‘প্রাইড মার্চ’ হয়েছিল নিউ ইয়র্কে ৷ কিছু কিছু ক্ষেত্রে আবার এই মাসেরই অন্য তারিখকে বেছে নেওয়া হয় ৷ এলজিবিটি-দের সঙ্গে যেন সামাজিক লজ্জা নয়, বরং জুড়ে থাকুক ‘গর্ব’৷ সেই উপলক্ষ থেকেই এই উদযাপন ৷ তবে অতিমারি আবহে ‘প্রাইড মার্চ’-এর বদলে উদযাপনের বেশিরভাগটাই হচ্ছে ভার্চুয়ালকেন্দ্রিক ৷
advertisement
এর আগেও বিভিন্ন সামাজিক ইস্যুতে সামাজিক মাধ্যমে সরব হয়েছেন মিমি ৷ কিছু দিন আগে ইয়াসতাণ্ডব পরবর্তী সময়েও ত্রাণপর্বে দেখা গিয়েছিল তাঁর উজ্জ্বল ভূমিকা ৷  শুধু  ট্যুইটারে আশ্বস্ত করেই থেমে যাননি মিমি ৷ ক্ষতিগ্রস্ত এলাকা পরিবদর্শন করে ত্রাণ বিলির ব্যবস্থা করেছেন তিনি ৷ ব্যবস্থা করেছেন দুর্গতদের খাওয়াদাওয়ারও ৷ গত বছর আমপানের মতো সুপার সাইক্লোনের পরেও মিমি পথে নেমে সামিল হন ত্রাণে ৷
advertisement
নেট দুনিয়ায় যাদবপুরের তৃণমূল সাংসদের বর্ণময় ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mimi Chakraborty: ‘ভালবাসা ভালবাসাই’, বেড়াজাল ভাঙা রামধনু রঙা প্রেমের উদযাপনে তারকা সাংসদ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement