নগ্ন শরীরে জড়িয়ে রয়েছে অজগর ! মধু-মিলিন্দের ছবি ফের ভাইরাল
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
এক সময়ের সুপারমডেল ছিলেন মধু সাপ্রে ও মিলিন্দ সুমন৷ বিজ্ঞাপন জগতে, মডেলিং জগতে তখন মধু ও মিলিন্দ জুটি দারুণ হিট ৷ আর সবই নগ্ন শরীর ও সাপের কল্যাণে ৷
#মুম্বই: ছবির বয়স ২৫ ৷ কিন্তু এখনও যখন সেই ছবি নিয়ে চর্চা শুরু হয়, তখন ফের ভাইরাল হয়ে পড়েন মিলিন্দ সুমন ও মধু সাপ্রে !
এক সময়ের সুপারমডেল ছিলেন মধু সাপ্রে ও মিলিন্দ সুমন৷ বিজ্ঞাপন জগতে, মডেলিং জগতে তখন মধু ও মিলিন্দ জুটি দারুণ হিট ৷ আর সবই নগ্ন শরীর ও সাপের কল্যাণে ৷
২৫ বছর আগে যখন মধু সাপ্রে ও মিলিন্দ সুমনের এই ছবি প্রকাশিত হয়, তখন বিতর্কের ঝড় উঠেছিল ৷ নানা আইনি মামলার মুখেও পড়েছিলেন এই দুই নামী মডেল ৷ তবে আজ এখন সব ইতিহাস ৷ সব বিতর্ক ভুলে এই ছবি যেন কাল্ট ৷ আর তাই তো এত বছর পড়েও, মিলিন্দ এই ছবি তাঁর সোশ্যাল মিডিয়ায় আপলোড করলে, ফের ভাইরাল ৷
advertisement
advertisement
মিলিন্দ সুমন ছবি আপলোড করে লিখলেন, ‘মাঝে মধ্যেই এই ছবি আমার টাইমলাইনে এসে যায় ৷ সত্যি এখনও এই ছবির কত ক্রেজ ৷ তখন না ছিল ইন্টারনেট, না ছিল সোশ্যাল মিডিয়া ৷ তখনও এই ছবি ছিল জনপ্রিয় ৷ এখন এই ছবি তোলা হলে, নজর কি কাড়তে পারত ?’
দেখুন মিলিন্দ ও মধুর সেই ছবি---
advertisement
Keep seeing this pop up on my timelines every once in a while :) its 25 years old, no social media no internet either I think ! wonder what the reaction would have been if it had been released today 😋 pic.twitter.com/uOvPAGCm6q
— Milind Usha Soman (@milindrunning) May 17, 2020
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 18, 2020 10:02 AM IST