corona virus btn
corona virus btn
Loading

নগ্ন শরীরে জড়িয়ে রয়েছে অজগর ! মধু-মিলিন্দের ছবি ফের ভাইরাল

নগ্ন শরীরে জড়িয়ে রয়েছে অজগর ! মধু-মিলিন্দের ছবি ফের ভাইরাল

এক সময়ের সুপারমডেল ছিলেন মধু সাপ্রে ও মিলিন্দ সুমন৷ বিজ্ঞাপন জগতে, মডেলিং জগতে তখন মধু ও মিলিন্দ জুটি দারুণ হিট ৷ আর সবই নগ্ন শরীর ও সাপের কল্যাণে ৷

  • Share this:

#মুম্বই: ছবির বয়স ২৫ ৷ কিন্তু এখনও যখন সেই ছবি নিয়ে চর্চা শুরু হয়, তখন ফের ভাইরাল হয়ে পড়েন মিলিন্দ সুমন ও মধু সাপ্রে !

এক সময়ের সুপারমডেল ছিলেন মধু সাপ্রে ও মিলিন্দ সুমন৷ বিজ্ঞাপন জগতে, মডেলিং জগতে তখন মধু ও মিলিন্দ জুটি দারুণ হিট ৷ আর সবই নগ্ন শরীর ও সাপের কল্যাণে ৷

২৫ বছর আগে যখন মধু সাপ্রে ও মিলিন্দ সুমনের এই ছবি প্রকাশিত হয়, তখন বিতর্কের ঝড় উঠেছিল ৷ নানা আইনি মামলার মুখেও পড়েছিলেন এই দুই নামী মডেল ৷ তবে আজ এখন সব ইতিহাস ৷ সব বিতর্ক ভুলে এই ছবি যেন কাল্ট ৷ আর তাই তো এত বছর পড়েও, মিলিন্দ এই ছবি তাঁর সোশ্যাল মিডিয়ায় আপলোড করলে, ফের ভাইরাল ৷

মিলিন্দ সুমন ছবি আপলোড করে লিখলেন, ‘মাঝে মধ্যেই এই ছবি আমার টাইমলাইনে এসে যায় ৷ সত্যি এখনও এই ছবির কত ক্রেজ ৷ তখন না ছিল ইন্টারনেট, না ছিল সোশ্যাল মিডিয়া ৷ তখনও এই ছবি ছিল জনপ্রিয় ৷ এখন এই ছবি তোলা হলে, নজর কি কাড়তে পারত ?’

দেখুন মিলিন্দ ও মধুর সেই ছবি---

Published by: Akash Misra
First published: May 18, 2020, 10:04 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर