Meyebela Serial: ‘মেয়েবেলা’-র শেষবেলায় মৌঝরের ছেলের চরিত্রে ‘ডোডোদা’ অর্পণ! তাঁদের নতুন লুক শেয়ার করলেন স্বীকৃতি

Last Updated:

Meyebela Serial: ডিডোর চরিত্রে অভিনয় করছেন আর কেউ নন, স্বয়ং অনস্ত্রিন ‘ডোডোদা’, অর্পণ ঘোষাল। তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করবেন

এই ধারাবাহিক কুঁড়িতেই ঝরে যাওয়ায় হতাশ দর্শকরা
এই ধারাবাহিক কুঁড়িতেই ঝরে যাওয়ায় হতাশ দর্শকরা
কলকাতা : অনেক আশা জাগিয়ে শুরু হয়েছিল ‘মেয়েবেলা’। বাংলা ধারাবাহিকের দুনিয়ায় পাল্টা হাওয়া আনবে এই মেগা সোপ অপেরা, জানিয়েছিলেন কুশীলবরা। ধারাবাহিকের সেই নতুনত্বের স্বাদ পছন্দ হয়েছিল দর্শকদের। সোশ্যাল মিডিয়ায় তার প্রতিফলনও ধরা পড়েছিল। কিন্তু ‘মেয়েবেলা’-র যাত্রাপথ দীর্ঘ হল না। যাত্রা শুরুর ছ’ মাসের মধ্যে থেমে যেতে হল এই ধারাবাহিককে। বীথির চরিত্রে অভিনয় থেকে রূপা গঙ্গোপাধ্যায়ের সরে দাঁড়ানোর মাস দেড়েকের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে এই ধারাবাহিক।
পরকীয়া, মেয়েদের উপর নির্যাতনের চেনা ছক থেকে বেরিয়ে উজান স্রোতে পাড়ি দেওয়া এই ধারাবাহিক কুঁড়িতেই ঝরে যাওয়ায় হতাশ দর্শকরা। তাঁদের প্রশ্ন আরও একাধিক ধারাবাহিক কম টিআরপি নিয়ে সম্প্রচারিত হয়ে চললেও ‘মেয়েবেলা’ বন্ধ হচ্ছে কেন?
প্রসঙ্গত ‘মেয়েবেলা’-র টিআরপি নেহাত কমও নয়। প্রথম পাঁচের মধ্যে কোনওদিন না থাকলেও প্রথম দশের মধ্যে জায়গা পেত ধারাবাহিকটি। তবে আচমকা শেষ হলেও ট্যুইস্ট দিয়েই থামছে মৌঝরের যাত্রা। ধারাবাহিকের শেষ লগ্নে দেখানো হবে গল্প একধাক্কায় এগিয়ে গিয়েছে ২৭ বছর।
advertisement
advertisement
২৭ বছর পেরিয়ে গিয়ে গল্প বলবে মিত্রবাড়ির প্রধান ‘আম্মা’ মারা গিয়েছেন। বড় হয়ে গিয়েছে ডোডো এবং মোহনা বা মৌয়ের সন্তান, ডিডো। সময়ের সঙ্গে এগিয়ে গিয়েছে গল্প। পাল্টে গিয়েছে চরিত্রদের লুক। সেখানেই সবথেকে বড় চমক ডিডোর ভূমিকায় অভিনেতা।
শোনা যাচ্ছে, ডিডো চরিত্রে অভিনয় করছেন আর কেউ নন, স্বয়ং অনস্ত্রিন ‘ডোডোদা’, অর্পণ ঘোষাল। তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করবেন। ধারাবাহিকের শেষদিকে তাঁর নতুন লুক কেমন, শেয়ার করেছেন ধারাবাহিকের মৌ, অভিনেত্রী স্বীকৃতি মজুমদার। সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রোফাইলে দেখা যাচ্ছে কেতাদুরস্ত জিন্স এবং হেয়ারস্টাইলে দাঁড়িয়ে আছেন অর্পণ ঘোষাল। পোস্টে সরাসরি বলে না দিলেও বোঝা যাচ্ছে এটাই দ্বিতীয় চরিত্রে অর্পণের সাজ। ছবিতে তাঁর পাশেই রয়েছেন স্বীকৃতি। গল্পে ডিডোর মা হিসেবে তাঁর বয়সও বেড়ে গিয়েছে। কার্ল করা খোলা চুলের বদলে স্বীকৃতির চুলে আলগা হাতখোপা। কপালে টিপ। তবে স্নিগ্ধতা আগের মতোই অমলিন। ধারাবাহিক বেশিদিন না চললেও দর্শকদের মধ্যে মৌঝর জুটি খুবই জনপ্রিয়। ‘ডোডোদা’ অর্পণ ঘোষাল তো তরুণী দর্শকদের পছন্দের শীর্ষ তালিকায়।
advertisement
তাঁদের ছবির ক্যাপশনে স্বীকৃতি লিখেছেন, ‘‘আপনাদের প্রিয় মৌঝর মানে মোহনা আর নির্ঝরকে অনেক ভালবাসা দিয়ে অনেক বড় করে তুলেছেন আপনারা। মেয়েবেলা একটি অন্যতম প্রজেক্ট যেটা আপনাদের এবং আমাদের মনে সারাজীবন রয়ে যাবে।’’
মোহনার সঙ্গে সহমত তাঁর এবং ‘মেয়েবেলা’-র অনুরাগীরা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Meyebela Serial: ‘মেয়েবেলা’-র শেষবেলায় মৌঝরের ছেলের চরিত্রে ‘ডোডোদা’ অর্পণ! তাঁদের নতুন লুক শেয়ার করলেন স্বীকৃতি
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement