#নিউইয়র্ক: খুবই দুঃখজনক ! গিয়েছিলেন আরও বেশি সুন্দরী, আরও বেশি হট হতে ৷ শেষমেশ কপালে জুটল মৃত্যু ৷ এরকমটা যে হবে কেউ কখনও ভাবতে পেরেছিল ! কিন্তু ভগবানের দেওয়া শরীরে ছুরি-কাঁচি চালাতে গিয়েই গণ্ডগোল !
কাণ্ডটা ঘটেছে মেক্সিকোর এক জনপ্রিয় মডেল জসলেন ক্যানোর সঙ্গে ৷ জসলেন, যাকে বলা হয় মেক্সিকোর কিম কার্দেশিয়ানও ৷ সেই জসলেনের মৃত্যু ঘটল নিতম্ব অপারেশন করাতে গিয়ে ৷View this post on Instagram
View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kim Kardashian