Meiyang Chang: ‘একটু নাটক হতে পারে’, রিয়্যালিটি শো নিয়ে মত মোনালির প্রাক্তন প্রেমিকের

Last Updated:

এ বার মুখ খুললেন মেইয়াং চ্যাং ৷ তবে তাঁর সুর বেশ নরম ৷

মুম্বই : বিতর্ক ও সমালোচনায় ‘ইন্ডিয়ান আইডল’ এখন আলোচনার কেন্দ্রে ৷ অমিত কুমার থেকে অভিজিৎ সাওয়ন্ত-রিয়্যালিটি শোয়ের বিরুদ্ধে তোপ দেগেছেন অনেকেই ৷ এ বার মুখ খুললেন মেইয়াং চ্যাং ৷ তবে তাঁর সুর বেশ নরম ৷
শো-এর পঞ্চম মরসুমের প্রতিযোগী  চ্যাং প্রথমেই জানিয়েছেন তিনি অনেক দিন এই শো-এর সঙ্গে যু্ক্ত নন ৷ তাই সাম্প্রতিক বিতর্ক নিয়ে বিশেষ কিছু জানেন না ৷ তিনি বলেছেন, ‘ আমি শুনেছি প্রতিযোগীরা সকলেই বেশ প্রশিক্ষিত ৷ আমাদের মরসুম বেশ সাদামাটা ছিল ৷ কারণ আমরা কেই গ্ল্যামার দুনিয়ার অংশ ছিলাম না ৷ সোশ্যাল মিডিয়ায় কোনও এক্সপোজারও ছিল না আমাদের ৷ সে সময় সব কিছুতেই একটা সারল্য থাকত ৷ ’
advertisement
নিজের মরসুমের স্মৃতিচারণ করেই শুধু থেমে থাকেননি ৷ সম্পূর্ণ এড়িয়ে যাননি চলতি মরসুমকেও ৷ তবে তিনি তীব্র সমালোনার পথে যাননি ৷ বরং, তাঁর মতে, ‘সকলেই জানেন যে রিয়্যালিটি শো-এ একটু আধটু নাটক চলতেই পারে ৷ এ সব আমাদের সময়ে খুব সহজ সরল ছিল ৷ কারণ আমরা কেউ গ্ল্যামার দুনিয়া থেকে ওখানে যাইনি ৷’
advertisement
advertisement
মোনালি ও চ্যাং, ফাইল চিত্র
মোনালি ও চ্যাং, ফাইল চিত্র
এর আগে অভিজিৎ সাওয়ন্ত অভিযোগ করেছিলেন, ইন্ডিয়ান আইডল-এর মতো রিয়্যালিটি শো-এ প্রতিযোগীদের প্রতিভাকে গুরুত্ব দেওয়া হয় না ৷ সেখানে তুলে ধরা হয় নাটককে ৷ অন্যদিকে, শো-এর সমালোচনা করে অমিত কুমার অভিযোগ করেছিলেন, প্রতিযোগীদের গান তাঁর ভাল লাগেনি ৷ কিন্তু উদ্যোক্তারা অর্থ দিয়েছিলেন বলে তিনি বাধ্য হয়ে প্রশংসা করেছিলেন ৷ তাঁদের পথে না হেঁটে কিছুটা মধ্যপন্থা নিলেন চ্যাং ৷
advertisement
দাঁতের চিকিৎসক তথা গায়ক চ্যাং ২০০৭-এ ‘ইন্ডিয়ান আইডল’-এ চূড়ান্ত পাঁচজন প্রতিযোগী মধ্যে ছিলেন ৷ অন্যান্য রিয়্যালিটি শো-এও তিনি অংশ নিয়েছেন ৷ চিনা বংশোদ্ভূত ভারতীয় এই গায়ক তথা সঞ্চালক সঙ্গে মোনালি ঠাকুরের প্রেমের সম্পর্ক ছিল ৷ তবে ২০১৫ সালে তাঁদের প্রেম ভেঙে যায় ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Meiyang Chang: ‘একটু নাটক হতে পারে’, রিয়্যালিটি শো নিয়ে মত মোনালির প্রাক্তন প্রেমিকের
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement