#মুম্বই: বিপাশার হল ৷ প্রীতিরও হল ৷ এবার পালা অমৃতা রাওয়ের ৷ ভাবছেন এ আবার কোন অমৃতা? আরে শাহরুখের সঙ্গে ‘ম্যায় হু না’র নায়িকা নিশ্চয়ই মনে আছে ৷ নিশ্চয়ই মনে আছে শাহিদ কাপুরের সঙ্গে ‘বিবাহ’ ছবির সেই মেয়েটা ৷ যাক ধরতে পেরেছেন তাহলে ৷ সেই নায়িকা অমৃতা রাও, এখন প্রায় গায়েব বলিউড থেকে ৷ তবে বিয়ের পিঁড়িতে এসে বসবেন খুব জলদিই৷ অমৃতা রাও বিয়ে করতে চলেছেন পুরনো প্রেমিক ও রেডিও জকি অনমোলকে ৷ যাঁরা নিয়মিত রেডিও মির্চি শোনেন তাঁরা ভালোই চেনেন অনমোলকে ৷ তবে বিয়ে নিয়ে এখনও মুখ খোলেননি অমৃতা ৷ এ সবই খবর বলিউডের গুঞ্জনে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amrita Rao, Bollywood, ETV News Bangla, RJ, Wedding