বলিউডে এবার ‘অনুরাগ-এপিসোড’, পরিচালকের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগে তোলপাড় ইন্ডাস্ট্রি
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
সুশান্ত, রিয়া হয়ে মহা-নাটকে এখন নয়া পর্ব। মিল একটাই, অনুরাগ বনাম পায়েল পর্বেও আছেন কঙ্গনা। আছে বলিউডের শিবির-সমীকরণ।
#মুম্বই: শো মাস্ট গো অন। এবং শো চলছেও। বলিউডে এখন নয়া এপিসোড। তাতে তোলপাড় ইন্ডাস্ট্রি। অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ অভিনেতা পায়েল ঘোষের। পায়েলের পাশে কঙ্গনা। একা নন অনুরাগও। ট্যুইট পে ট্যুইট, বলিউডে একের পর এক ট্যুইস্ট !
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর আগে ও পরে। বলিউড যেন, দুই পৃথিবী। গ্ল্যামার দুনিয়ার বিভাজন, কেচ্ছা, কাদা ছোঁড়াছুঁড়ি রোজকার খবর। সেই তালিকায় সাম্প্রতিকতম সংযোজন, বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষের অভিযোগ। শুক্রবার সন্ধেয় পায়েল টুইট করেন-অনুরাগ কাশ্যপ আমার সঙ্গে জবরদস্তি করেন। এবং ভীষণই খারাপ ভাবে। নরেন্দ্র মোদিজি দয়া করে ব্যবস্থা নিন এবং এক জন সৃজনশীল মানুষের আড়ালে কোন দৈত্য রয়েছে, সেটা গোটা দেশকে দেখতে দিন। আমি জানি এতে আমার ক্ষতি হবে। আমার নিরাপত্তাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। দয়া করে সাহায্য করুন ৷ এরপরেই আসরে নেমে পড়েন কঙ্গনা রানাওয়াত।
advertisement

advertisement
যাঁকে নিয়ে এত কথা। সেই অনুরাগ অবশ্য পাল্টা জবাব দিয়েছেন। নাম না করে বিঁধেছেন কঙ্গনাকে। তিনি লেখেন, ‘‘দারুণ ব্যাপার যে আমাকে চুপ করানোর চেষ্টা করতে এত সময় লেগে গেল। সে না হয় ঠিক আছে। কিন্তু আমাকে চুপ করানোর জন্য এত মিথ্যে বলতে হচ্ছিল যে নারী হয়ে অন্য এক নারীকে সেই মিথ্যেয় শামিল করতে হল। ম্যাডাম, অন্তত একটু শালীনতা বজায় রাখুন...।’’ অনুরাগের পাশে দাঁড়িয়েছেন, অভিনেতা তাপসী পান্নু, মাহি গিল, স্বরা ভাস্কর। পায়েলের অভিযোগের পিছনে নোংরা রাজনীতির আঁচ পেয়েছেন তাপসী-মাহিরা। এবং সেইসমস্ত অভিযোগের মুখে, ফের চিত্রনাট্যে পায়েলের এন্ট্রি। পায়েল ট্যুইটে লিখেছেন- ‘‘আপনার মেয়ে, বোন বা মায়ের সঙ্গে এরকম হলে কি একই কথা বলতেন? বলতেন, রাজনীতি করছে ? ’’
advertisement
সুশান্ত, রিয়া হয়ে মহা-নাটকে এখন নয়া পর্ব। মিল একটাই, অনুরাগ বনাম পায়েল পর্বেও আছেন কঙ্গনা। আছে বলিউডের শিবির-সমীকরণ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 20, 2020 6:29 PM IST