Manish Wadhwa: প্রকাশ রাজ কিংবা সঞ্জয় দত্ত এখন অতীত! নেতিবাচক চরিত্রে বি-টাউন কাঁপাচ্ছেন ছোট পর্দার ‘চাণক্য’!

Last Updated:

Manish Wadhwa: নিজের ধারালো চেহারা, তীব্র চাউনি আর অভিনয় দক্ষতার জোরে অনায়াসে জায়গা করে নিয়েছেন বড় পর্দাতেও। দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে ‘গদর ২’। সেই ছবিতেই ধূসর চরিত্রে ধরা দিয়েছেন ৫১ বছর বয়সী অভিনেতা মণীশ।

বলিউডি খলনায়কদের তালিকায় নতুন সংযোজন মণীশ ওয়াধওয়া
বলিউডি খলনায়কদের তালিকায় নতুন সংযোজন মণীশ ওয়াধওয়া
বিভিন্ন সময়ে বি-টাউনে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন অনেকেই। তবে তাঁদের মধ্যে অন্যতম হলেন অমরীশ পুরি, প্রাণ, আমজাদ খান, ড্যানি, অজিত, প্রেম চোপড়া, রঞ্জিত, গুলশন গ্রোভার, শক্তি কাপুররা। বলিউডি খলনায়কের কথা বললেই তাঁদের মুখগুলিই চোখের সামনে ভাসত! পরের দিকে হাতে গোনা কিছু ছবিতে খলনায়কের চরিত্রে দেখা গিয়েছে শাহরুখ খান কিংবা সঞ্জয় দত্তকেও। তবে বেশির ভাগ ছবিতেই নায়কের ভূমিকাতেই অভিনয় করেছেন তাঁরা। কিন্তু এখন সময় বদলেছে। বর্তমানে সঞ্জয় দত্ত তো বহু ছবিতে খলনায়ক চরিত্রেই ধরা দিচ্ছেন! তবে এখনকার বলিউডি খলনায়কদের তালিকায় নতুন সংযোজন মণীশ ওয়াধওয়া। অনেকেই বলছেন, অমরীশ পুরির জায়গাটা যেন এত দিনে পূরণ হল!
কিন্তু কে এই মণীশ ওয়াধওয়া? সকলেই তাঁকে চেনেন ‘চন্দ্রগুপ্ত মৌর্য’ ধারাবাহিকের চাণক্য হিসেবে। এক সময় দাপিয়ে অভিনয় করেছেন ছোট পর্দায়। নিজের ধারালো চেহারা, তীব্র চাউনি আর অভিনয় দক্ষতার জোরে অনায়াসে জায়গা করে নিয়েছেন বড় পর্দাতেও। দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে ‘গদর ২’। সেই ছবিতেই ধূসর চরিত্রে ধরা দিয়েছেন ৫১ বছর বয়সি অভিনেতা মণীশ।
advertisement
advertisement
আসলে ‘গদর: এক প্রেম কথা’ ছবিতে ধূসর চরিত্রে অভিনয় করেছিলেন অমরীশ পুরি। কিন্তু তাঁর মৃত্যুর পরে ছবিটির সিক্যুয়েলে কাকে নেতিবাচক চরিত্রের জন্য নেওয়া হবে, সেটা নিয়ে বেশ ধন্ধেই ছিলেন নির্মাতারা। এর পরে মণীশের উপর ভরসা রাখেন পরিচালক অনিল শর্মা এবং সানি দেওল। আর সেই ভরসার দামও দিয়েছেন মণীশ! ‘গদর ২’ ছবিতে পাক মেজর জেনারেল হামিল ইকবালের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন। এক সপ্তাহ না হতেই ছবিটি ২০০ কোটি টাকার অঙ্ক ছুঁয়েছে।
advertisement
এটাই প্রথম নয়, এর আগেও অবশ্য সাফল্যের স্বাদ পেয়েছেন অভিনেতা। চলতি বছরের গোড়ার দিকে মুক্তি পেয়েছিল ‘পঠান’। শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামের পাশাপাশি নজর কেড়েছিল মণীশের অভিনয়। ছবিতে জেনারেল কাদিরের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘পঠান’ বিশ্বব্যাপী ১০৫০.৩ কোটি টাকার ব্যবসা করেছে। এই দু’টি ছবি ছাড়াও অভিনয় করেছেন ‘পদ্মাবত’, ‘মণিকর্ণিকা: দ্য ক্যুইন অফ ঝাঁসি’, ‘শ্যাম সিংহ রয়’-এর মতো ছবিতেও। অভিনয়ের পাশাপাশি তাঁর ডাবিং কেরিয়ারও অসাধারণ। লাইভ অ্যাকশন টেলিভিশন সিরিজ থেকে শুরু করে একাধিক হলিউড ফিল্মের ডাবিং করেছেন মণীশ!
বাংলা খবর/ খবর/বিনোদন/
Manish Wadhwa: প্রকাশ রাজ কিংবা সঞ্জয় দত্ত এখন অতীত! নেতিবাচক চরিত্রে বি-টাউন কাঁপাচ্ছেন ছোট পর্দার ‘চাণক্য’!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement