Manali Manisha Dey: কাজ ও সংসার সামলে জীবনসঙ্গীর হাত ধরে অভিনেত্রী ব্রতী সমাজসেবায়

Last Updated:

মানালি মনীষা দে পৌঁছে গেলেন বারুইপুরে রাহুল বিদ্যা নিকেতনে ৷ দুর্বার গোষ্ঠীর উদ্যোগে এই প্রতিষ্ঠানে সময় কাটালেন এক ঝাঁক শিশুর সঙ্গে ৷

কলকাতা : অতিমারিকালে মানুষের জন্য কিছু করার ইচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন আগেই ৷ এ বার সে কাজ সফল করলেন মানালি মনীষা দে ৷ অভিনেত্রী পৌঁছে গেলেন বারুইপুরে রাহুল বিদ্যা নিকেতনে ৷ দুর্বার গোষ্ঠীর উদ্যোগে এই প্রতিষ্ঠানে সময় কাটালেন এক ঝাঁক শিশুর সঙ্গে ৷ তাদের হাতে তুলে দিলেন শুকনো খাবার ৷ এই প্রয়াসে সামিল মানালির স্বামী অভিমন্যু মুখোপাধ্যায়ও ৷
বেশ কিছুদিন ধরে মানালিকে ভাবিয়ে তুলেছিল এই পরিস্থিতিতে যৌনকর্মীদের দুর্দশা ৷ কার্যত লকডাউনে কোনওভাবে কি সাহায্য করা যায় তাঁদের? সামাজিক মাধ্যমে নিজের ভাবনার কথা শেয়ারও করেছিলেন অভিনেত্রী ৷ জানিয়েছিলেন, ‘দুর্বার’-এর সঙ্গে যুক্ত একজনের সঙ্গে তাঁর কথা হয়েছে ৷ তাঁর কাছ থেকে মানালি জানতে পেরেছিলেন, এই মুহূর্তে যৌনকর্মীদের খাবারের অভাব হচ্ছে না ৷ কিন্তু তাঁদের হাতে সেরকম টাকা নেই ৷
advertisement
advertisement
নিজেদের হাতে টাকা না থাকায় তাঁরা সাহায্য করতে পারছেন না পরিবারকে ৷ ক্ষতিগ্রস্ত হচ্ছে তাঁদের বাচ্চারাও ৷ তাঁদের এই পরিস্থিতির কথা ভেবে মানালি উদ্যোগ নেন ক্রাউড ফান্ডিংয়ের ৷ ফেসবুকে তিনি নেটিজেনদের কাছে আর্জি রাখেন, এই উদ্যোগে সামিল হওয়ার জন্য ৷ মানালি একা নন ৷ প্রথম থেকেই এই ভাবনার শরিক তাঁর স্বামী পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ও ৷
advertisement
অভিমন্যু-মানালির দাম্পত্যের বয়স এখনও এক বছর পার করেনি ৷ গত বছর ১৫ অগস্ট ছিমছাম ঘরোয়া অনুষ্ঠানে আইনি বিয়ে হয় দু’জনের ৷ এর পর তাঁদের আনু্ষ্ঠানিক বিয়েও ছিল সাদামাটা ৷ কিছু মাস পরে দার্জিলিঙে কেটেছিল মধুচন্দ্রিমা পর্ব ৷
সম্প্রতি আবার ছোটপর্দায় ফিরেছেন ‘বউ কথা কও’ ধারাবাহিকের জনপ্রিয় ‘মৌরি’ ওরফে মানালি ৷ ইন্দ্রাশিস রায়ের বিপরীতে অভিনয় করছেন ‘ধুলোকণা’ ধারাবাহিকে ৷ গল্পে এক যৌথ পরিবারে গৃহ সহায়িকার কাজ করেন রানি ৷ রানির চরিত্রেই অভিনয় করছেন মানালি ৷ তাঁর বিপরীতে ইন্দ্রাশিস আছেন ওই পরিবারের গাড়িচালকের ভূমিকায় ৷ তিনিও বিরতির পর ফিরেছেন মেগা ধারাবাহিকে ৷
advertisement
এর আগে ‘মোহনা’, ‘নীড় ভাঙা ঝড়’, ‘সখী’, ‘মহানায়ক’, ‘ভুতু’, ‘নকসীকাঁথা’-র মতো জনপ্রিয় ধরাবাহিকে অভিনয় করেছেন মানালি ৷ তাঁকে দেখা গিয়েছে ‘অচিন পাখি’, ‘প্রাক্তন’, ‘গোত্র’-সহ কিছু ছবিতেও ৷
নতুন বিয়ের পর কাজ ও সংসার সামলে জীবনসঙ্গীর হাত ধরে মানালি এখন ব্রতী সমাজসেবায় ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Manali Manisha Dey: কাজ ও সংসার সামলে জীবনসঙ্গীর হাত ধরে অভিনেত্রী ব্রতী সমাজসেবায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement