হোম /খবর /বিনোদন /
অভিনয় ও সংসার সামলে জীবনসঙ্গীর হাত ধরে মানালি ব্রতী সমাজসেবায়

Manali Manisha Dey: কাজ ও সংসার সামলে জীবনসঙ্গীর হাত ধরে অভিনেত্রী ব্রতী সমাজসেবায়

মানালি ও অভিমন্যু, ছবি-ফেসবুক

মানালি ও অভিমন্যু, ছবি-ফেসবুক

মানালি মনীষা দে পৌঁছে গেলেন বারুইপুরে রাহুল বিদ্যা নিকেতনে ৷ দুর্বার গোষ্ঠীর উদ্যোগে এই প্রতিষ্ঠানে সময় কাটালেন এক ঝাঁক শিশুর সঙ্গে ৷

  • Last Updated :
  • Share this:

কলকাতা : অতিমারিকালে মানুষের জন্য কিছু করার ইচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন আগেই ৷ এ বার সে কাজ সফল করলেন মানালি মনীষা দে ৷ অভিনেত্রী পৌঁছে গেলেন বারুইপুরে রাহুল বিদ্যা নিকেতনে ৷ দুর্বার গোষ্ঠীর উদ্যোগে এই প্রতিষ্ঠানে সময় কাটালেন এক ঝাঁক শিশুর সঙ্গে ৷ তাদের হাতে তুলে দিলেন শুকনো খাবার ৷ এই প্রয়াসে সামিল মানালির স্বামী অভিমন্যু মুখোপাধ্যায়ও ৷

বেশ কিছুদিন ধরে মানালিকে ভাবিয়ে তুলেছিল এই পরিস্থিতিতে যৌনকর্মীদের দুর্দশা ৷ কার্যত লকডাউনে কোনওভাবে কি সাহায্য করা যায় তাঁদের? সামাজিক মাধ্যমে নিজের ভাবনার কথা শেয়ারও করেছিলেন অভিনেত্রী ৷ জানিয়েছিলেন, ‘দুর্বার’-এর সঙ্গে যুক্ত একজনের সঙ্গে তাঁর কথা হয়েছে ৷ তাঁর কাছ থেকে মানালি জানতে পেরেছিলেন, এই মুহূর্তে যৌনকর্মীদের খাবারের অভাব হচ্ছে না ৷ কিন্তু তাঁদের হাতে সেরকম টাকা নেই ৷

নিজেদের হাতে টাকা না থাকায় তাঁরা সাহায্য করতে পারছেন না পরিবারকে ৷ ক্ষতিগ্রস্ত হচ্ছে তাঁদের বাচ্চারাও ৷ তাঁদের এই পরিস্থিতির কথা ভেবে মানালি উদ্যোগ নেন ক্রাউড ফান্ডিংয়ের ৷ ফেসবুকে তিনি নেটিজেনদের কাছে আর্জি রাখেন, এই উদ্যোগে সামিল হওয়ার জন্য ৷ মানালি একা নন ৷ প্রথম থেকেই এই ভাবনার শরিক তাঁর স্বামী পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ও ৷

অভিমন্যু-মানালির দাম্পত্যের বয়স এখনও এক বছর পার করেনি ৷ গত বছর ১৫ অগস্ট ছিমছাম ঘরোয়া অনুষ্ঠানে আইনি বিয়ে হয় দু’জনের ৷ এর পর তাঁদের আনু্ষ্ঠানিক বিয়েও ছিল সাদামাটা ৷ কিছু মাস পরে দার্জিলিঙে কেটেছিল মধুচন্দ্রিমা পর্ব ৷

সম্প্রতি আবার ছোটপর্দায় ফিরেছেন ‘বউ কথা কও’ ধারাবাহিকের জনপ্রিয় ‘মৌরি’ ওরফে মানালি ৷ ইন্দ্রাশিস রায়ের বিপরীতে অভিনয় করছেন ‘ধুলোকণা’ ধারাবাহিকে ৷ গল্পে এক যৌথ পরিবারে গৃহ সহায়িকার কাজ করেন রানি ৷ রানির চরিত্রেই অভিনয় করছেন মানালি ৷ তাঁর বিপরীতে ইন্দ্রাশিস আছেন ওই পরিবারের গাড়িচালকের ভূমিকায় ৷ তিনিও বিরতির পর ফিরেছেন মেগা ধারাবাহিকে ৷

এর আগে ‘মোহনা’, ‘নীড় ভাঙা ঝড়’, ‘সখী’, ‘মহানায়ক’, ‘ভুতু’, ‘নকসীকাঁথা’-র মতো জনপ্রিয় ধরাবাহিকে অভিনয় করেছেন মানালি ৷ তাঁকে দেখা গিয়েছে ‘অচিন পাখি’, ‘প্রাক্তন’, ‘গোত্র’-সহ কিছু ছবিতেও ৷

নতুন বিয়ের পর কাজ ও সংসার সামলে জীবনসঙ্গীর হাত ধরে মানালি এখন ব্রতী সমাজসেবায় ৷

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Manali manisha dey