#দেরাদুন: শাহিদ কাপুরের নতুন ছবি ‘কবীর সিং’-এর শ্যুটিংয়ে বড়সড় দুর্ঘটনা ৷ এই দুর্ঘটনায় প্রাণ গিয়েছে এক যুবকের ৷
খবর অনুযায়ী, মুসৌরির এক পাঁচতারা হোটেলে বৃহস্পতিবার শ্যুটিং চলছিল শাহিদ কাপুরের নতুন ছবি ‘কবীর সিং’-এর ৷ সেখানেই জেনারেটরের দেখাভালের কাজে নিযুক্ত ছিলেন উত্তরপ্রদেশের বাসিন্দা রামু ৷ তবে কর্মসূত্রে তিনি থাকতেন দেরাদুনের প্রেমনগরে ৷
জানা গিয়েছে, জেনারেটরে তেল রয়েছে কিনা তা দেখতে গিয়েই বিপত্তি ঘটে ৷ চলন্ত জেনারেটরে গলার মাফলার আটকে যায় রামুর ৷ সেখানেই গলায় ফাঁস লেগে মৃত্যু হয় তাঁর ৷ আঘাত লাগে মাথাতেও ৷ সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, প্রাণ রক্ষা করা যায়নি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kabir Singh, Mussoorie, Shahid Kapoor