Malvika Raaj Wedding: 'কভি খুশি কভি গম'-এর ছোট্ট 'পু'-কে মনে আছে? গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী... পাত্র কে? মুহূর্তে ভাইরাল ছবি
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Malvika Raaj Wedding: পাত্র ব্যবসায়ী প্রণব বাগ্গা। ওয়েস্টিন গোয়াতে হয়েছে তাঁদের বিয়ের অনুষ্ঠান।
মুম্বই: ‘চান্দু কি চাচা নে. চান্দু কি চাচি কো…’
এই ছড়া বলেই ছোট্ট লাড্ডুকে রাগাতেন আরেক ছোট্ট মেয়ে। তখন তাঁর নাম ছিল পূজা। বড় হয়ে অবশ্য তিনিই হয়ে ওঠেন স্টাইল আইকন, দিভা। ঠিকই ধরেছেন। ‘কভি খুশি কভি গম’-এর ‘পু’-এর কথাই বলা হচ্ছে। যেই চরিত্রে করিনা কাপুর খানের আইকনিক অভিনয় ভুলতে পারেনি কেউ। তবে অনেকেই হয়তো চেনেন না ছোট্ট ‘পু’-কে। করিনার ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন মালবিকা রাজ। এবার সাত পাকে ঘুরলেন তিনিই।
advertisement
গোয়াতে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী মালবিকা রাজ। পাত্র ব্যবসায়ী প্রণব বাগ্গা। ওয়েস্টিন গোয়াতে হয়েছে তাঁদের বিয়ের অনুষ্ঠান। বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামে বিয়ের ছবি ভাগ করে নিয়েছেন মালবিকা। সোনালি এমব্রয়ডারি করা লেহেঙ্গা পরেছিলেন অভিনেত্রী। সঙ্গে মানানসই গয়না।
advertisement
advertisement
প্রথম ছবিতে, মালবিকা ও প্রণবকে একে অপরের পাশে প্রেমে মশগুল হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে। অন্য ছবিতে, চোখে চোখে কথা। তৃতীয় ছবিতে মালবিকা একা আর শেষ ছবিতে মালবিকার গলায় মঙ্গলসূত্র পরিয়ে দিচ্ছেন প্রণব। বিয়ের সাজে অপরূপ সুন্দরী লাগছিল তাঁকে।
গত ২৩ নভেম্বর দীর্ঘদিনের বাগদান সারেন তিনি। সমস্ত অনুষ্ঠান মহাসাড়ম্বরে পালন করেছে তাঁর পরিবার। ‘কভি খুশি কভি গমে’র পরে কিন্তু অভিনয় সরে যাননি তিনি। বরং ‘স্কোয়াড’ ছবিতে অভিনেতা ড্যানি ডেনজংপার ছেলে রিনজিংয়ের বিপরীতে নায়িকার ভূমিকায় দেখা গিয়েছিল মালবিকাকে।
advertisement
উপরন্তু তিনি বলিউডের ফিল্মি পরিবারেরই অংশ। অভিনেতা জগদীশ রাজের নাতনি তিনি। ববি রাজের মেয়ে। তাই প্রচারের আলোয় না থেকেও বলিউডেরই অংশ তিনি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
December 01, 2023 11:29 AM IST